
চাং রুই মিন হচ্ছেন হাইয়ার গ্রুপের সিইও। বিশ বছরেরও বেশি সময়ের প্রচেষ্টার মাধ্যমে এ গ্রুপ ১৪.৭ লাখ ইউয়ান লোকসানী ছোট শিল্পপ্রতিষ্ঠান থেকে চীনের সবচেয়ে বেশি মার্কার মূল্য থাকা শিল্পপ্রতিষ্ঠানে উন্নীত করেছেন। চাং রুই মিন বিশ্বের ৫০জন সবচেয়ে বেশি সম্মান পাওয়া ৫০জন ব্যবসায়ী নেতার অন্যতম নির্বাচিত হয়েছিলেন।