
ওয়াং শি ওয়াং কো গ্রুপের পরিচালনা পরিষদের চেয়ারম্যান। তিনি হচ্ছেন রিয়্যাল এস্টেট শিল্পের একজন বিখ্যাত শিল্পপতি। তার নেতৃত্বাধীন ওয়াং কো গ্রুপ চীনের বৃহত্তম পেশাদার রিয়্যাল এস্টেট কোম্পানিতে পরিণত হয়েছে। ওয়াং শি যে কেবল রিয়্যাল এস্টেট খাতের শ্রেষ্ঠ তাই নয়, বরং অন্যান্য ক্ষেত্রেও তিনি রয়েছেন তত্পর। যেমন পর্বত আরোহন করা। তিনি বিশ্বের সবচেয়ে উচুঁ পর্বত আরোহন করেছেন।