
থিয়েন সু নিং চীনের ব্রডব্যান্ড খাত তহবিলের সিইও। তিনি বিদেশ থেকে চীনে ফিরে এসেছেন। ১৯৯৪ সালে তিনি ইয়াসিন লিমিটেড কোম্পানি গড়ে তোলার কাজে যোগ দেন এবং সিইও'র দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে তিনি নেট যোগাযোগ কোম্পানির সিইও নিযুক্ত হন। ২০০৬ সালে তিনি নেট যোগাযোগ কোম্পানির সিইও'র পদ ত্যাগ করে ব্রডব্যান্ড খাত তহবিলের পরিচালনা করছেন।