
লিউ ছুয়ান চি ১৯৮৪ সালে লেনোভো কোম্পানি প্রতিষ্ঠা করেন। ২০০৪ সালে তিনি লেনোভোর সিইও'র পদ ত্যাগ করেন। ২০০৯ সালে তিনি পুনরায় লেনোভোর সিইও'র দায়িত্ব গ্রহণ করেন। তিনি ৪০ বছর বয়সে কর্মজীবনে ব্যাপক সাফল্য অর্জন করেন, শুধু বিশ বছর লেনোভোতে কাজ করার শুরুতে ১০জনেরও বেশি গবেষক থেকে বর্তমানে ২৫ হাজার গবেষক কর্মীর শ্রেষ্ঠ শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। লিউ ছুয়ান চি তার পবিত্র উদ্দেশ্য উত্সর্গ করা মর্মের মাধ্যমে লেনোভো বেসরকারী শিল্পপ্রতিষ্ঠান এখন বিশ্বের সুবিখ্যাত শিল্পপ্রতিষ্ঠানে উন্নিত হওযার গৌরব অর্জন করেছে।