Web bengali.cri.cn   
চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল দারিদ্র্য বিমোচনে অগ্রগতির জন্য কল্যাণকর
  2010-07-29 18:59:38  cri

চীন-আসিয়ান চতুর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন ফোরাম সম্প্রতি চীনের কুয়াং সি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের কুই লিনে শেষ হয়েছে। ফোরামের এবারের প্রসঙ্গ ছিল অবাধ বাণিজ্য ও দারিদ্র্য বিমোচন। ফোরামে চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল সার্বিকভাবে গড়ে তোলার অর্ধ বছরে বিভিন্ন দেশকে এনে দেয়া সুযোগ ও চ্যালেঞ্জের ব্যাপারে আলোচনা করা হয়। ফোরামে অংশগ্রহণকারী চীন-আসিয়ান কর্মকর্তারা মনে করেন, চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কাজের উন্নয়নের জন্য কল্যাণকর। আজকের চীনের অর্থনীতি অনুষ্ঠানে এ সম্পর্কে কিছু কথা শোনাবো।

কুই লিনে আপনি ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ আসিয়ান দেশগুলোর ফল, সবজি ও মাংসসহ অনেক বেশি কৃষিজাত দ্রব্য দেখতে পাবেন। সেখানে একজন ব্যবসায়ী আমাদের সংবাদদাতাকে বলেছেন, এসব চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চলের শূন্য শুল্কের ফসল। এ প্রসঙ্গে চীনের বিজ্ঞান একাডেমীর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক গবেষণা বিভাগের গবেষক লু চিয়েন রেন বলেন, কৃষিজাত দ্রব্যে শুল্ক হ্রাস বিভিন্ন দেশের দারিদ্র্য বিমোচনের জন্য নতুন প্রাণশক্তি যুগিয়েছে। তিনি বলেন, (১)

চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল কৃষিজাত দ্রব্যের শুল্ক হ্রাসের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কৃষি ও পশুপালনের উন্নয়ন ত্বরান্বিত করে এবং গ্রামের দরিদ্র জনগণের কল্যাণ করেছে। এর পাশাপাশি চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল সদস্য দেশগুলোর অর্থনীতি ও সমাজের কল্যাণ ত্বরান্বিত করেছে এবং তা বিভিন্ন দেশের দারিদ্র্য বিমোচন জোরদারের ক্ষেত্রে কল্যাণকর।

আসিয়ানের সচিব বিভাগের উপমহাসচিব মিসরান কারমাইন বলেছেন, আসিয়ান সদস্য দেশগুলোর দরিদ্র জনগণের মধ্যে বেশির ভাগই গ্রামে বসবাস করে। কৃষি এসব পরিবারের আয়ের প্রধান উত্স। অবাধ বাণিজ্য দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে, আসিয়ান সদস্য দেশগুলোর গ্রাম। তিনি বলেন, (২)

শূন্য শুল্ক আসিয়ানের সদস্য দেশগুলোর রপ্তানি বাজার সম্প্রসারণ করতে সক্ষম হবে। এটি স্থানীয় পণ্যের মান ও অর্থনৈতিক ফলপ্রসূতা আরো ত্বরান্বিত করবে এবং গ্রামের পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক সুফল এনে দেবে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা গবেষণা ইনস্টিটিউটের এশিয়া ও আফ্রিকা বিভাগের পরিচালক স্যু ছাং ওয়েন বলেন, কৃষিজাত দ্রব্যের শুল্ক হ্রাসের পটভূমিতে চীন ও আসিয়ান কৃষি ক্ষেত্রের সহযোগিতাও ব্যাপকভাবে চালু হয়েছে। তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, ২০০৬ সালে কুয়াংসি প্রদেশের চিয়েনমা গ্রুপ ও মিয়ানমারের একটি শিল্পপ্রতিষ্ঠান সহযোগিতা করেছে। মিয়ানমারের উত্তরাঞ্চলে চাষবাদের দৃষ্টান্ত কেন্দ্র স্থাপনের প্রকল্প চালু হয়েছে। চীন মিয়ানমারে চাষের প্রযুক্তি প্রশিক্ষণের জন্য প্রযুক্তিবিদ পাঠিয়েছে। তিনি মনে করেন,এ সহযোগিতা দু'পক্ষের কৃষি ও গ্রামের অর্থনৈতিক উন্নয়নের জন্য কল্যাণকর। দরিদ্র জনগণের মধ্যে বেশির ভাগ গ্রামে বসবাস করছে। দারিদ্র্য বিমোচন কর্মসূচি জোরদারের বিনিময় ও সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। অবাধ বাণিজ্য অঞ্চল দারিদ্র্য বিমোচনের জন্য এনে দেয়া সুফলকে তিনি ইতিবাচক মূল্যায়ন করেছে। তিনি বলেন, (৩)

চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের অগ্রগতি ত্বরান্বিত করেছে। এর পাশাপাশি চীন ও আসিয়ানের জনগণের জন্য বাস্তব সাফল্য এনে দিয়েছে।

কৃষি ক্ষেত্রের সহযোগিতা ব্যাপকভাবে চালু হওয়ার সঙ্গে সঙ্গে চীন-আসিয়ান অর্থনৈতিক ক্ষেত্রের সহযোগিতাও ধাপে ধাপে বাড়ছে। ২০০৯ সালের শেষে আসিয়ান শিল্পপ্রতিষ্ঠানের চীনে সরাসরি পুঁজি বিনিয়োগ প্রকল্পের সংখ্যা ৩০ হাজারেরও বেশি ছিল। এসব প্রকল্পে বিনিয়োগের পরিমাণ ৫৭ বিলিয়ন মার্কিন ডলার। আসিয়ান হচ্ছে চীন সরাসরি পুঁজি বিনিয়োগ আকর্ষণের পরিমানের সবচেয়ে বড় এলাকা। ২০০৮ সালের শেষে চীনের শিল্পপ্রতিষ্ঠানের আসিয়ানে পুঁজি বিনিয়োগের পরিমাণ ছিল ৮ বিলিয়ন মার্কিন ডলার। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের কাউন্সিলর চাং কো নিং মনে করেন, অবাধ বাণিজ্য অঞ্চল ভোক্তাদের জন্য বেশি সস্তা ও ভাল পণ্য এনে দিয়েছে। এটি জনগণের জীবনযাপনের মান উন্নত করতে পারে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040