|
শ্রোতা বন্ধুরা, মূলভূভাগের তাইওয়ান প্রণালীর দু' পারের সম্পর্ক সমিতি এবং তাইওয়ান প্রণালীর দু'পারের যোগাযোগ তহবিলের নেতৃবৃন্দের পঞ্চম বৈঠক সম্প্রতি ছোংছিংয়ে অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠক অনুষ্ঠান কালে দু'পক্ষের স্বাক্ষরিত "দু'পারের অর্থনৈতিক সহযোগিতা কাঠামো চুক্তি (একফা)" বহু পক্ষের কাছে গুরুত্ব পেয়েছে। দু'পারের অর্থনীতিবিদরা মনে করেন, এ চুক্তি স্বাক্ষর দু'পারের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশের প্রতীক। একফা স্বাক্ষরের মাধ্যমে দু'পারের বিনিময়, সহযোগিতা ও উন্নয়নের নতুন বিন্যাস সৃষ্টি হবে। আজকের চীনের অর্থনীতি অনুষ্ঠানে আমি এ সম্পর্কে কিছু কথা বলবো।
একফা দু'পারের মধ্যে প্রধান অর্থনৈতিক কর্মসূচী অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে যেমন পণ্য, সেবা ও পুঁজি বিনিয়োগসহ বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রে আরো আলোচনার নীতি ও প্রকল্প প্রণয়ন, মেধা স্বত্ব, অর্থ ও বাণিজ্য সুবিধা দেয়াসহ বিভিন্ন সহযোগিতামূলক বিধি প্রণয়ন এবং পণ্য বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক হ্রাস ও সেবা বাণিজ্যের ক্ষেত্র আরো সম্প্রসারণ করা।
ওয়েন রেনডে হচ্ছেন ফুচিয়াং প্রদেশের সিয়ামেন শহরের তাইওয়ান ফল কেন্দ্রের একজন ব্যবসায়ী। পাঁচ বছর আগে তিনি চীনের মূলভূভাগের বাজারকে আশাবাদী। তিনি সিয়ামেনে একটি কোম্পানি নিবন্ধন করেছেন। তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন, ২০০৫ সাল থেকে মূলভূভাগ তাইওয়ানের দশটিরও বেশি ফল ব্যবসা প্রতিষ্ঠানের শূন্য শুল্ক বাস্তবায়ন করেছে। একফা স্বাক্ষর ও কার্যকর হওয়ার পাশাপাশি তাইওয়ানের আরো বেশি ফল মূলভূভাগের বাজারে প্রবেশের ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা পেতে পারে। তিনি বলেন, (১)
এ পর্যন্ত শুধু ১৫ ধরণের ফলের ওপর শূন্য শুল্ক কার্যকর করা হয়েছে। একফা স্বাক্ষরের পর তাইওয়ানের আরো বেশি ধরণের ফল মূলভূভাগের জনগণ খেতে পারবে। তাছাড়া, পরিসংখ্যান থেকে জানা গেছে, তাইওয়ানের কৃষিজাত দ্রব্য মূলভূভাগে রপ্তানির হার শুধু ৪.৫ শতাংশ। আমি মনে করি, এ পরিমান আরো বেশি বৃদ্ধি পাবে।
একফা অনুযায়ী, মূলভূভাগ তাইওয়ানের ৫৩৯ রকমের পণ্যের শুল্ক হ্রাস করবে। ইতোমধ্যেই ১৮টি কৃষিজাত দ্রব্যকে দু'বছরের মধ্যে শূণ্য শুল্ক বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে।
তাছাড়া, মূলভূভাগ হাসপাতাল, ব্যাংক ও বীমাসহ ১১টি সেবা খাত তাইওয়ানের জন্য উন্মুক্ত করেছে। তাইওয়ানও মূলভূভাগের কাছে নয়টি সেবা খাত উন্মুক্ত করেছে। চীনের সামাজিক বিজ্ঞান একাডেমীর তাইওয়ান গবেষণা বিভাগের উপপরিচালক জাং কুয়ান হুয়া বলেছেন, সেবা খাতে দু'পারে ভাল উন্নয়নের সম্ভাবনা রয়েছে। দু'পারের সেবা খাত উন্মুক্তকরণের পাশাপাশি দু'পক্ষ সেবা খাতের সহযোগিতা আরো জোরদার করবে। তিনি বলেন, (২)
বর্তমানে তাইওয়ানের সেবা খাত তাইওয়ানের জিডিপির ৭০ শতাংশ। তবে প্রধানত সেবা খাত তাইওয়ানে উন্নত হয়েছে। মূলভূভাগও অর্থনৈতিক কাঠামো সুবিন্যস্ত করার গুরুত্বপূর্ণ সময়ে উপনীত। চীনের মূলভূভাগের অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো দরকার। সুতরাং দু'পারের সেবা খাতের সহযোগিতার ভবিষ্যত সম্ভাবনা খুবই উজ্জল ।
দু'পারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বলেছেন, একফা স্বাক্ষর ও কার্যকর করার মাধ্যমে দু'পক্ষের বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের প্রতিবন্ধকতা ক্রমান্বয়ে দূর করবে, ন্যায্য পুঁজি বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করবে, দু'পক্ষের বাণিজ্যিক সম্পর্ক আরো উন্নত করবে এবং দু'পারের অর্থনীতির যৌথ সমৃদ্ধি ও উন্নয়ন সহযোগিতা ব্যবস্থা গড়ে তুলবে। তাইওয়ানের অর্থনীতি বিভাগের কর্মকর্তা লিয়াং কুও সিন বলেন, (৩)
দু'পারের শিল্প প্রাধান্যে পারস্পরিক পরিপূরকতার বৈশিষ্ট্য রয়েছে। এর ফলে দু'পক্ষের সহযোগিতার আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা আরো উন্নত হতে পারে। আমি মনে করি, এ বৈশিষ্ট্য ইতিবাচকভাবে পরিস্ফুটিত করা দরকার।
একফা স্বাক্ষর করার ব্যাপার হচ্ছে শুধু দু'পারের অর্থনৈতিক সম্পর্ক বাস্তবায়ন সহযোগিতার প্রথম ধাপ। পরে আরো বেশি কাজ করা দরকার। জানা গেছে, এ চুক্তি কার্যকর হওয়ার ছ'মাস পর দু'পক্ষ পণ্য ও সেবা বাণিজ্য, পুঁজি বিনিয়োগের সুরক্ষা এবং বিরোধ নিস্পত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |