চীনের জাতীয় রাজনৈতিক পরিষদের চেয়ারম্যান চিয়া ছিং লিন সম্প্রতি কুয়াংতোং পরিদর্শনের সময় জোর দিয়ে বলেছেন, কুয়াংতোং প্রদেশ অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতি পরিবর্তন দ্রুততর করা এবং বিজ্ঞানসম্মত উন্নয়ন ও সুষম সমাজ ত্বরান্বিত করার অগ্রবর্তী প্রদেশে পরিণত হবে।
সম্প্রতি চিয়া ছিং লিন তোংওয়ান ও কুয়াংচৌয়ের শিল্পপ্রতিষ্ঠান ও বিজ্ঞান একাডেমী পরিদর্শনে গিয়ে অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতি পরিবর্তন দ্রুততর করা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। তিনি বলেন, কুয়াংতোং তাইওয়ানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার মান আরো উন্নত এবং সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ করবে।