Web bengali.cri.cn   
চীন সরকার নতুন জ্বালানি চালিত গাড়ি শিল্পায়নের প্রক্রিয়ার প্রতি গুরুত্ব দেয়
  2010-07-08 20:51:19  cri

চীন সরকার পয়লা জুন থেকে শাংহাই, ছাং ছুন, হাং চৌ, হো ফেই ও শেনজেনসহ পাঁচটি নগরে নতুন জ্বালানি চালিত গাড়ি কেনার ব্যাপারে ভর্তুকি দেয়ার পরীক্ষামূলক কাজ শুরু করেছে। গাড়ি ক্রেতাদের ভর্তুকি পাওয়ার পরিমান হলো অনধিক ৬০ হাজার রেনমিনপি। এ নীতি বাস্তবায়নের পর এসব নগরের সংশ্লিষ্ট বিভাগ, শিল্পপ্রতিষ্ঠান ও ভোক্তারা একে স্বাগত জানিয়েছে। তবে বিশ্লেষকরা মনে করেন, যদিও নতুন জ্বালানি চালিত গাড়ি চীনে শিল্পায়নের প্রক্রিয়া সবেমাত্র শুরু হয়েছে, তবুও অধিক সংখ্যক পরিবারে এর ব্যবহার বাড়াতে আরো সময় লাগবে দরকার।

এ পরীক্ষামূলক পাঁচটি নগরের মধ্যে হোফেই নতুন জ্বালানি চালিত গাড়ি গবেষণা ক্ষেত্র চীনের শীর্ষে রয়েছে। বর্তমানে এ নগরের তৈরি চিয়াং হুই গাড়ি ও আনকাই যাত্রীবাহী বাসসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ২০০টি নতুন জ্বালানি চালিত গাড়ি পেইচিং ও তালিয়ানে চলাচল করছে। এর পাশাপাশি আরও খাঁটি ৩০টি নিট বিদ্যুত্ চালিত বাস হোফেই নগরের ১৮টি সড়কে চলছে। এটি সারা দেশে নিট বিদ্যুত্ চালিত গাড়ি ব্যবহারের প্রথম প্রকল্প। বর্তমানে এ ধরণের গাড়ি চলাচলের অবস্থা খুব ভাল। আনকাই গাড়ি কোম্পানির উপপরিচালক ওয়াং চিয়েন ফেং বলেছেন, এসব নতুন জ্বালানি চালিত গাড়ির জ্বালানি সাশ্রয়ের পরিস্থিতি স্পষ্ট। তিনি বলেন, (১)

এসব গাড়ির জ্বালানী খরচের হার খুব কম। প্রতি কিলোমিটারে বিদ্যুত্ খরচের গড়পরতা হার মাত্র এক ডিগ্রী। বর্তমানে বিদ্যুতের নির্ধারিত খরচ অনুযায়ী, একটি নতুন জ্বালানীর গাড়ি এক কিলোমিটারে দু্ই ইউয়ান সাশ্রয় করতে পারবে।

আগে একই পর্যায়ের ঐতিহ্যিক গাড়ির তুলনায় নতুন জ্বালানি চালিত গাড়ি তৈরিতে ব্যয় বেশি। সুতরাং এসব গাড়ির দাম বেশি। এটি বেশির ভাগ মানুষ ক্রয় করতে অক্ষম। এবার সরকারের উত্সাহ দেয়ার নীতিতে ভোক্তারা ভর্তুকি পেতে পাবেন, এটি ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে।

এসব ভর্তুকি দেয়ার ব্যবস্থা প্রসঙ্গে শেনজেন সদর দপ্তরে অবস্থিত byd গাড়ি কোম্পানির জনসংযোগ বিভাগের পরিচালক ইয়াং সাও বলেছেন, byd কোম্পানি একটি নিট বিদ্যুত্ চালিত গাড়ি বাজারে ছেড়েছে। ভর্তুকি দেয়ার নীতি বাস্তবায়নের পর এ ধরণের গাড়ি কেনার ব্যাপারে ক্রেতারা ইতিবাচক ভূমিকা পালন করেছে। এর পাশাপাশি চীনের গাড়ি শিল্পপ্রতিষ্ঠানের ব্যবসায়ীদের কাছে পরবর্তী গবেষণা ও উত্পাদন লক্ষ্যের ওপর গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। ইয়াং সাও বলেন, (২)

প্রথমতঃ গাড়ি শিল্পপ্রতিষ্ঠানগুলো সরকারের আস্থা অর্জন করেছে। নিট বিদ্যুত্ চালিত গাড়ির চেয়ে নতুন জ্বালানি চালিত গাড়ির জন্য ভর্তুকি দেয়ার পরিমান বেশি। এটি শিল্পপ্রতিষ্ঠানের জন্য বিদ্যুত্ চালিত গাড়ি গবেষণার ক্ষেত্র দৃঢ় করেছে। এর পাশাপাশি সাধারণ ভোক্তার বিদ্যুত্ চালিত গাড়ি কেনার ইচ্ছাও প্রবল হয়েছে।

Byd কোম্পানি শেনজেন শহরে অবস্থিত। চীন সরকার প্রণীত প্রণয়নের উত্সাহ দেয়ার নীতি ছাড়া, শেনজেন শহরও সংশ্লিষ্ট আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করেছে। শেনজেনের উন্নয়ন ও সংস্কার কমিটির একজন দায়িত্বশীল কর্মকর্তা আমাদের সংবাদদাতাকে বলেছেন,

শেনজেনের কোন ব্যক্তি, সামাজিক দল ও শিল্পপ্রতিষ্ঠান নতুন জ্বালানি চালিত গাড়ি কিনলে ভর্তুকি পাওয়ার নীতি অনুযায়ী আরও ২০ হাজার ইউয়ান পেতে পারে। যেমন byd'র একটি নিট বিদ্যুত্ চালিত গাড়ির দাম হল ১ লাখ ৭০ হাজার ইউয়ান। এ ক্ষেত্রে ভোক্তা ৮০ হাজার ইউয়ান ভর্তুকি পেতে পারে। এ ভোক্তাকে মাত্র ৯০ হাজার ইউয়ান দিতে হবে।

হোফেইয়ে ভর্তুকি দেয়া ছাড়া, এ নগর আরো বেশি উত্সাহ দেয়ার আনুষঙ্গিক ব্যবস্থা নিয়েছে। হোফেই নগরের বিজ্ঞান ও প্রযুক্তি ব্যুরোর উপপরিচালক তাই বিং বলেছেন, (৩)

সরকারের ভর্তুকি দেয়ার ফলে ভোক্তারা গাড়ি কেনার ইচ্ছা উন্নত করেছে। আমাদের নগরী নতুন জ্বালানি সম্পদ চালিত গাড়ি কেনার ব্যাপারে আরো বেশি সুবিধাজনক নীতি প্রণয়ন করেছে। যেমন নগরের কেন্দ্রে গাড়ি পার্কিং ফি মওকুফ হবে।

চীনের নতুন জ্বালানি চালিত গাড়ি উন্নয়নের কৌশলগত লক্ষ্য অনুযায়ী, ২০১৫ সাল পর্যন্ত চীনের নিট বিদ্যুত্ চালিত গাড়ি ব্যবহারের সংখ্যা পাঁচ লাখে দাঁড়াবে। নতুন জ্বালানির গাড়ি ও গুরুত্বপূর্ণ খুচরা যন্ত্রাংশ শিল্পায়নের মান বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে এসে দাঁড়াবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040