|
সম্প্রতি নানচিংয়ে অনুষ্ঠিত শাংহাই বিশ্বমেলার 'পরিবেশ পরিবর্তন ও শহরের দায়িত্ব' ফোরামে নিম্ন কার্বন, জলবায়ু পরিবর্তন ও সবুজ অর্থনীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবেশ বিষয় চীন ও বিদেশী বিশেষজ্ঞদের গুরুত্ব পেয়েছে।
চীনের নিম্ন কার্বন জ্বালানি সম্পদ পরীক্ষাগারের পরিচালক হো চিয়েন খুন বলেছেন, বর্তমানে চীন শিল্পায়ন ও নগরায়নের দ্রুত পর্যায়ে রয়েছে। নিম্ন কার্বন উন্নয়ন বাস্তবায়ন প্রক্রিয়ায় কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সুতরাং চীনের অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতি পরিবর্তন, খাতের কাঠামোর কৌশলগত সুবিন্যস্ত দ্রুততর এবং নিম্ন কার্বন সংক্রান্ত নতুন খাতের উন্নয়ন করা দরকার।
মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা পরিষদের প্রধান অর্থনীতিবিদ ড্যানিয়েল জে ডিউডেক(Daniel j.dudek) মনে করেন, চীন সরকার নিম্ন কার্বনকে খুবই গুরুত্ব দেয়। তিনি শিল্পপ্রতিষ্ঠানের ওপর কার্বন নির্গমনের মানদন্ড নির্ধারণ এবং এ মানদন্ড অতিক্রমকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দিয়েছেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |