ইঞ্জিনের ত্রুটির কারণে দুটি মড়েলের গাড়ি তলব করতে শুরু করেছে জাপানের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর কর্পোরেশন। প্রথম পর্যায়ে কোম্পানিটি জাপানের বাজার থেকে প্রায় ৯২ হাজার বিলাসবহুল লেক্সাস ও ক্রাউন গাড়ি তলব শুরু করেছে। এক বিবৃতিতে টয়োটা জানিয়েছে, ইঞ্জিনে সমস্যা ধরা পড়ার পর তারা এ তলব কর্মসূচী নেয়। একই কারণে বিশ্বের আরো বেশ কয়েকটি বাজার থেকে পর্যায়ক্রমে ২ লাখ ৭০ হাজার গাড়ি তলব করা হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাজার থেকে এক লাখ ৩৮ হাজার, ইউরোপের বাজার থেকে ১৫ হাজার, মধ্যপ্রাচ্যের বাজার থেকে ১০ হাজার, চীনের বাজার থেকে চার হাজার ও অন্যান্য কয়েকটি বাজার থেকে আট হাজার গাড়ি তলব করা হবে। এ বিশাল পরিমাণ গাড়ি তলব করায় গ্রাহকদের সাময়িক অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে টয়োটা এবং আশা প্রকাশ করেছে শিগগিরই তারা এ সমস্যাটি কাটিয়ে উঠতে পারবে। (সূত্র: ইন্টারনেট)