বাংলাদেশী প্রবাসীদের দেশে পাঠানো অর্থ বা রেমিট্যান্স দিন দিন বেড়ে চলেছে। গত ২০০৯-১০ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ১০ হাজার ৯৭৩ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার বা ৭৬ হাজার ৮১২ কোটি ৪০ লাখ টাকা। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বর্তমানে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সংখ্যা আগের বছরের তুলনা খুব হেরফের না হলেও তাদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর হার বেড়েছে। আগে হুন্ডির মাধ্যমে বহু প্রবাসী দেশে টাকা পাঠাতেন। বিদেশে এক্সচেঞ্জ হাউস খোলা উত্সাহিত করায় এবং ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে নানা সুবিধা প্রদান করায় এখন তাদের অনেকেই এ পদ্ধতি বেছে নিয়েছেন। রেমিট্যান্স প্রবৃদ্ধির বর্তমান ধারা বজায় থাকলে আগামী অর্থবছরে এর পরিমান ১২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।