Wednesday Apr 23th   2025 
Web bengali.cri.cn   
সুদের হার বাড়াল ভারতের কেন্দ্রীয় ব্যাংক
  2010-07-08 20:05:02  cri
সুদের হার আরেক দফা বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। এ সপ্তাহে এক বিবৃতিতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বা আরবিআই সুদের হার বাড়ানোর এ ঘোষণা দেয়। এর আগে গত এপ্রিলে দুবার সুদের হার বাড়িয়েছিল আরবিআই।

আরবিআইয়ের ঘোষণা অনুযায়ী, সুদের হার ১ পয়েন্টের বিপরীতে শতকরা এক-চতুর্থাংশ বাড়বে। গত মে মাসে দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ১০.২ শতাংশে পৌঁছলে সুদের হার বাড়ানোর এ সিদ্ধান্ত নেয় আরবিআই। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণদানের ক্ষেত্রেও সুদের হার ৫.২৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৫ শতাংশ করা হয়েছে। দেশটির ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতেই নতুন করে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় আরবিআই। (সূত্র: এনডিটিভি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040