১৮তম খুন মিং আমদানি ও রপ্তানি পণ্য মেলা এবং তৃতীয় দক্ষিণ এশীয় বাণিজ্য মেলা সম্প্রতি চীনের ইয়ুন নান প্রদেশের রাজধানী খুন মিংয়ে অনুষ্ঠিত হয়েছে

১৮তম খুন মিং আমদানি ও রপ্তানি পণ্য মেলা এবং তৃতীয় দক্ষিণ এশীয় বাণিজ্য মেলা সম্প্রতি চীনের ইয়ুন নান প্রদেশের রাজধানী খুন মিংয়ে অনুষ্ঠিত হয়েছে। আমি ইয়ুন নান প্রদেশে গিয়ে সাক্ষাত্কার নিয়েছি। এবার বাংলাদেশ থেকে আসা প্রায় ৫০ জন কর্মকর্তা এ মেলায় যোগ দিয়েছেন। মেলায় বাংলাদেশের স্টল ছিল প্রায় ৬০টি।

মেলায় অংশ নেয়া ব্যবসায়ীর সংখ্যাই অনেক বেশি। তারা এ প্ল্যাটফর্মকে খুব গুরুত্ব দেন। খুনমিংয়ে মেলা অনুষ্ঠান কালে আমি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব পদমর্যাদার দুজন কর্মকর্তার সাক্ষাত্কার নিয়েছি। এ দুজন কর্মকর্তা হচ্ছেন জনাব শহীদুল হক এবং জনাব শওকত আলি ওয়ারেশি। তারা এ মেলার সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যত সম্পর্কে ব্যাখ্যা করেছেন। আপনারা প্রথমে জনাব শহিদুল হকের দেয়া সাক্ষাত্কারটি শুনবেন।

