|
গত মে মাসে ভারতে খাদ্য মূল্যস্ফীতি আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ২৬ শতাংশ কমেছে। মাস শেষে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়ায় ১৬ দশমিক ২৩ শতাংশে। গত বছর একই সময়ে এ হার ছিল ১৬ দশমিক ৪৯ শতাংশ। । মসুর ডাল, ফল এবং শাকসবজির দাম কমার কারণেই মূল্যস্ফীতি কমেছে বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। শাকসবজি ও ফলের দাম দুই শতাংশ পর্যন্ত কমে এ সময়ে। তবে মাংস ও চায়ের দামে কমেনি। গত অর্থবছরে ভারতে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৫৯ শতাংশ। (সূত্র: পিটিআই)
২৯ কোটি ডলারের বিশ্বব্যাংক ঋণ পেয়েছে বাংলাদেশ
অবকাঠামো নির্মাণ ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য বাংলাদেশকে ২৯ কোটি ২০ লাখ ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। চলতি সপ্তাহে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সমিতির সঙ্গে এ সম্পর্কিত দু'টি ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছে দেশটির সরকার। গত মে মাসে বিশ্বব্যাংকের নির্বাহী পরিষদ বাংলাদেশের জন্য এ দু'টি ঋণ অনুমোদন করে। বিনিয়োগ উত্সাহিতকরণ ও আর্থিক সুবিধা প্রদানের মাধ্যমে অবকাঠামো নির্মাণে দীর্ঘমেয়াদি অর্থসহায়তা হিসেবে ২৫ কোটি ৭০ লাখ ডলার এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ৩ কোটি ৫০ লাখ ডলারের ঋণ দু'টি অনুমোদন করে সংস্থাটি। (সূত্র: কালের কন্ঠ)
জাপানে আশাতীত প্রবৃদ্ধি অর্জন
চলতি বছরের প্রথম প্রান্তিকে, অর্থাত্ জানুয়ারি-মার্চ সময়ে, জাপানের অর্থনীতি প্রত্যাশার চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে দেশটির মোট দেশজ উত্পাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৫ শতাংশ। এ নিয়ে টানা চতুর্থ প্রান্তিকে জাপানে প্রবৃদ্ধির হার বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা এ সময়ে ৪ শতাংশ প্রবৃদ্ধি প্রত্যাশা করেছিল। জাপানের দাইচি লাইফ রিসার্চ ইনস্টিটিউটের অর্থনীতিবিদ ইয়োশোকি শিনকে বলেন, "প্রাপ্ত তথ্য প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আমাদের বিশ্বাস, প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে।" বিশেষজ্ঞদের মতে, বৃহত্ অর্থনীতির দেশগুলো এখনো মন্দা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। সেকারণে আগামীতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। (সূত্র: এএফপি)
সুদের হার কমাচ্ছে দ. কোরিয়া
রপ্তানি-নির্ভর অর্থনীতিকে ইউরোপের ঋণ সংকটের ঝুঁকি থেকে রক্ষা করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া ব্যাংক সুদের হার গত ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব কোরিয়া, মুদ্রা সরবরাহ বাড়াতে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণপত্র ক্রয়ের ওপর ধার্যকৃত সুদের হার বা রেপো রেট জুন মাসের জন্য ২ শতাংশে স্থির রাখার সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, মূল্যের স্থিতিশীলতার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ধারণা করা হচ্ছে, এ বছরের শেষ দিকে মুদ্রা নীতিতে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে দেশটি। জানা গেছে, ইউরোপের ঋণ সংকটের সম্ভাব্য ঝুঁকি থেকে অর্থনীতিকে বাঁচাতেই কেন্দ্রীয় ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে। (সূত্র: রয়টার্স/এএফপি)
স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি
চলতি সপ্তাহে স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। আগের সব রেকর্ড ভেঙ্গে লন্ডনের বুলিয়ান বাজারে প্রতি আউন্স স্বর্ণ লেনদেন হয় ১ হাজার ২শ' ৫১ দশমিক ৮৫ ডলারে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এশিয়ার অধিকাংশ শেয়ারবাজারে ব্যাপক দরপতনের পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি ঝুঁকে পড়ায় এ মূল্যবান ধাতুর এমন দাম বেড়েছে। স্বর্ণের দাম বৃদ্ধি প্রসঙ্গে আর্থিক প্রতিষ্ঠান স্প্রেড করপোরেশনের প্রধান রাজেশ প্যাটেল বলেন, বিনিয়োগকারীদের উত্কণ্ঠাই স্বর্ণের দাম বাড়া ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছে।
অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে স্বর্ণে বিনিয়োগকেই সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়া সঠিক পথে এগোচ্ছে গত সোমবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান বেন বারনেকের এমন মন্তব্যও আর্থিক খাতের বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে পারেনি বলে মনে করছেন বিশ্লেষকরা।
তাঁরা বলছেন, শেয়ারবাজারসহ আর্থিক খাতের ওপর অনাস্থার কারণেই বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত বিনিয়োগের জন্য স্বর্ণের দিকে ঝুঁকছেন। (সূত্র: এএফপি)
ইউরোপের আর্থিক খাতে নিয়ন্ত্রণ বাড়ানোর আহবান
ইউরোপের আর্থিক খাতের ওপর নিয়ন্ত্রণ জোরদার করতে ইউরোপীয় কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঞ্জেলা মার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। ইউরোপীয় কমিশনের প্রধান হোসে ম্যানুয়েল বারোসোকে যৌথভাবে লিখিত এক পত্রে তাঁরা বলেন, "ইতোমধ্যেই জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে আর্থিক খাতে অস্থিরতা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ও তাদের জনগণের মধ্যে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। এই অস্থিরতার পরিপ্রেক্ষিতেই এখন আর্থিক বাজারে শেয়ার কেনাবেচায় অস্বচ্ছতা, অনিয়ম ও ঋণখেলাপি ইত্যাদির বিষয়ে প্রশ্ন উঠছে। এ ব্যাপারে ইউরোপীয় কমিশনের একটি শক্তিশালী কাঠামো গড়ে তোলার কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে।" (সূত্র: এএফপি)
যুক্তরাজ্যে শিল্পোত্পাদন কমেছে
যুক্তরাজ্যে গত এপ্রিলে শিল্পোত্পাদন এর মাসের তুলনায় প্রায় শুণ্য দশমিক ৪ শতাংশ কমেছে। তবে গত বছর একই সময়ের তুলনায় তা প্রায় ২ দশমিক ১ শতাংশ বেশি। সার্বিক হিসাবে গত বছর যুক্তরাজ্যে শিল্পোত্পাদন প্রায় ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ সপ্তাহে প্রকাশিত দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তরের এক তথ্যে একথা জানানো হয়। তথ্যে এ বছরের জানুয়ারি মাসে শিল্পোত্পাদন কমে যাওয়া এবং মার্চে তা ২ শতাংশ বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। এ ব্যাপারে দেশটির এক শিল্পপ্রতিষ্ঠানের প্রধান জানান, বার্ষিক হিসেবে গত এক বছরে যুক্তরাজ্যের শিল্পোত্পাদন বেড়েছে, যা খুবই ইতিবাচক। এর মধ্যে কোনো এক মাসে স্বাভাবিক নিয়মে উত্পাদন কম বা বেশি হতেই পারে। (সূত্র: বিবিসি)
১৫ লাখ গাড়ি তলব করবে জেনারেল মোটরস
ওয়াসার সিস্টেমে ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান জেনারেল মোটরস ১৫ লাখ গাড়ি তলব করার ঘোষণা দিয়েছে। এ গাড়িগুলোর মধ্যে রয়েছে বুইক, ক্যাডিলাক ও শেভরোলেট। এগুলোর বেশির ভাগই বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসড়ক নিরাপত্তা প্রশাসন কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে, গাড়িগুলো কিছুক্ষণ চলার পর এর ওয়াশার সিস্টেম অত্যধিক গরম হয়ে যায়। সেখান থেকে গাড়িতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একে খুবই সামান্য ত্রুটি হিসেবে দেখছে জেনারেল মোটরস। উল্লেখ্য, ওয়াশার সিস্টেমে ত্রুটির অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালেও জেনারেল মোটরসের বেশ কিছু গাড়ি তলব করা হয়। (বিবিসি/রয়টার্স)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |