Web bengali.cri.cn   
উচ্চ ও নতুন প্রযুক্তির সৃস্ট নিম্ন কার্বন জীবনকে সুন্দর করে
  2010-06-17 20:23:42  cri

এবার নতুন ও উচ্চ প্রযুক্তিগত মেলায় শতাধিক শিল্পপ্রতিষ্ঠান তাদের উত্পাদন ক্ষেত্রের পরিবেশ সুরক্ষার প্রযুক্তি প্রদর্শন করেছে। প্রদর্শনীতে শুধু নিম্ন কার্বন সংক্রান্ত প্রযুক্তির কিছু বিষয়বস্তু প্রদর্শন করা হয়েছে। আরো বেশি নতুন নতুন উদ্ভাবন প্রযুক্তি জনগণের সাবলীল জীবনযাপনে ব্যবহৃত হতে পারে। যেমন সাম্প্রতিক বছরগুলোতে গুরুত্ব পাওয়া পণ্য হচ্ছে নতুন জ্বালানি সম্পদ চালিত গাড়ি।

আগে প্রদর্শনীতে নতুন জ্বালানি সম্পদ চালিত গাড়ি উত্পাদন ও গবেষণার বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তবে চলতি বছর এর ওপর গুরুত্ব দেয়ার প্রধান বিষয় হল কীভাবে জ্বালানি সম্পদ চালিত গাড়ি আরো ভালোভাবে ব্যবহার করা। মিস্টার সোং ইউচৌ এবং তার দল শূন্য কার্বন নির্গমন বিদ্যুত্ চালিত বাস চালু করার দিকগুলো প্রদর্শন করেছেন। এ নাম হল 'এলিভেটেড হাই স্পিড বাস'। মিস্টার সোং বলেন,

বর্তমানে আমরা গাড়ি অনেক বেশি ব্যবহার করছি। তবে গাড়ি ব্যবহারের হার তেমন একটা বেশি নয়। আমাদের এ বাস নিয়ে গবেষণার লক্ষ্য হচ্ছে এ ধরনের গাড়ি আরো বেশি ব্যবহার করা। তাছাড়া, এ বাস সৌর শক্তি ও বিদ্যুত্ মিশ্রণের মাধ্যমেও ব্যবহার করা যায়। অন্য কোন জ্বালানি সম্পদ ব্যবহার করা লাগে না।

নতুন জ্বালানি সম্পদ সংক্রান্ত পণ্য ছাড়াও আবর্তনশীল নিম্ন কার্বনের ব্যবহার জীবনের একটি প্রয়োজনীয় অংশ।

শ্রোতা বন্ধুরা, আমরা এবারের মেলায় প্রদর্শিত নতুন প্রযুক্তি ও পণ্যের কিছু অংশ মাত্র আপনাদের জানালাম।ভবিষ্যতে উচ্চ ও নতুন প্রযুক্তির দ্রুত উন্নয়নের পাশাপাশি নিম্ন কার্বন সংক্রান্ত প্রযুক্তি আরো বেশি করে আমাদের জীবনে ব্যবহার করা হবে।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040