|
চীনের ১৩তম পেইচিং আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্প্রতি শেষ হয়েছে। চীনের জাতীয় পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বৃহত্তম মেলা হিসেবে বহু বছর ধরে বেশির ভাগ নতুন প্রযুক্তি ও পণ্য এ মেলার মাধ্যমে জনগণের জীবনযাপনের দিকটিকে উন্নত করে তুলেছে। এবার মেলায় নিম্ন কার্বন সংক্রান্ত উচ্চ ও নতুন নতুন প্রযুক্তি প্রধান বিষয়ে পরিণত হয়েছে।
৬০ হাজার বর্গমিটারের এ প্রদর্শনীতে ইলেকট্রন ও তথ্য প্রযুক্তি, আবর্তনশীল অর্থনীতি, জ্বালানি সম্পদ সাশ্রয় ও দূষিত পদার্থ নির্গমন কমানো এবং গাড়ির প্রযুক্তিসহ দশটি অঞ্চলে ভাগ করা হয়েছে। নিম্ন জ্বালানী ক্ষয়ের হার, নিম্ন দূষণ ও নিম্ন নির্গমন সংক্রান্ত সর্বশেষ প্রযুক্তি প্রদর্শনী অঞ্চলে বিশেষভাবে প্রদর্শন করেছে। লাই কাং গ্রুপ হচ্ছে চীনের দশটি বৃহত্তম ইস্পাত শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে একটি। এবার মেলায় এ গ্রুপ প্রযুক্তিগত উন্নয়ন ও আবর্তনশীল অর্থনীতি উন্নয়নের প্রচেষ্টার সুনির্দিষ্ট ব্যাখ্যা করেছে। লাইকাং গ্রুপের কর্মী ওয়াং কো হাও আমাদের সংবাদদাতাকে বলেছেন, (১)
বর্তমানে আমরা প্রতি টন ইস্পাত তৈরিতে পানি ক্ষয়ের হার হলো ৩.৪ টন। এটি বিশ্বের শীর্ষ পর্যায়ে অবস্থিত। তাছাড়া, লাইকাং আবর্তনশীল অর্থনীতি উন্নয়নের প্রক্রিয়ায় বেশ কিছু ভাল উপায়ও রয়েছে।
তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে লাইকাং ব্যপক পরিবর্তন এনে দিয়েছে। বর্তমানে লাই কাং গ্রুপে জ্বালানি সাশ্রয়, ক্ষয়ের হার হ্রাস ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত দশটি প্রধান প্রযুক্তি রয়েছে। এ গ্রুপ চীনের ইস্পাত শিল্পের মধ্যে সবচেয়ে বেশি সবুজ প্রযুক্তি থাকা গবেষণা ও ব্যবহারিক কেন্দ্রে পরিণত হয়েছে।
লাইকাং গ্রুপের মত চিয়াংসু প্রদেশের চিন থোং লিং ব্লোয়ার লিমিটেড কোম্পানিও সবুজ প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে তাদের পণ্যের মান উন্নত করছে। প্রদর্শনীতে সর্বশেষ গবেষণার একটি নতুন ব্লোয়ার অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এ কোম্পানির কর্মী জুসিয়াও হুই বলেছেন, বর্তমানে ব্লোয়ার হচ্ছে ধাতু, তাপ-বিদ্যুত্ কেন্দ্র ও দুষিত পানি পরিশোধনসহ বিভিন্ন খাতে সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ বিদ্যুত্ চালিত সাজ-সরঞ্জাম। জ্বালানি সাশ্রয় ক্ষেত্রে তাদের এ নতুন গবেষণালব্ধ সাজ-সরঞ্জামের স্পষ্ট প্রাধান্য রয়েছে। তিনি বলেন, (২)
এ নতুন পণ্য বিদ্যুত শিল্পপ্রতিষ্ঠান ও দুষিত পানি পরিশোধনকারী শিল্পপ্রতিষ্ঠান ব্যবহার করতে পারে। তার কার্যকারিতা সাধারণ জ্বালানি সাশ্রয় ক্ষেত্রে'র তুলনায় ২০ শতাংশ বেশি। এর জ্বালানি ও বিদ্যুত সাশ্রয় করার সামর্থ্য রয়েছে। এক বছর এ পণ্য ব্যবহার করলে সাধারণ জ্বালানি সাশ্রয় ক্ষেত্রে'র তুলনায় এক লাখেরও বেশি রেনমিনবি সাশ্রয় করা সম্ভব।
এবার নতুন ও উচ্চ প্রযুক্তিগত মেলায় শতাধিক শিল্পপ্রতিষ্ঠান তাদের উত্পাদন ক্ষেত্রের পরিবেশ সুরক্ষার প্রযুক্তি প্রদর্শন করেছে। প্রদর্শনীতে শুধু নিম্ন কার্বন সংক্রান্ত প্রযুক্তির কিছু বিষয়বস্তু প্রদর্শন করা হয়েছে। আরো বেশি নতুন নতুন উদ্ভাবন প্রযুক্তি জনগণের সাবলীল জীবনযাপনে ব্যবহৃত হতে পারে। যেমন সাম্প্রতিক বছরগুলোতে গুরুত্ব পাওয়া পণ্য হচ্ছে নতুন জ্বালানি সম্পদ চালিত গাড়ি।
আগে প্রদর্শনীতে নতুন জ্বালানি সম্পদ চালিত গাড়ি উত্পাদন ও গবেষণার বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তবে চলতি বছর এর ওপর গুরুত্ব দেয়ার প্রধান বিষয় হল কীভাবে জ্বালানি সম্পদ চালিত গাড়ি আরো ভালোভাবে ব্যবহার করা। মিস্টার সোং ইউচৌ এবং তার দল শূন্য কার্বন নির্গমন বিদ্যুত্ চালিত বাস চালু করার দিকগুলো প্রদর্শন করেছেন। এ নাম হল 'এলিভেটেড হাই স্পিড বাস'। মিস্টার সোং বলেন, (৩)
বর্তমানে আমরা গাড়ি অনেক বেশি ব্যবহার করছি। তবে গাড়ি ব্যবহারের হার তেমন একটা বেশি নয়। আমাদের এ বাস নিয়ে গবেষণার লক্ষ্য হচ্ছে এ ধরনের গাড়ি আরো বেশি ব্যবহার করা। তাছাড়া, এ বাস সৌর শক্তি ও বিদ্যুত্ মিশ্রণের মাধ্যমেও ব্যবহার করা যায়। অন্য কোন জ্বালানি সম্পদ ব্যবহার করা লাগে না।
নতুন জ্বালানি সম্পদ সংক্রান্ত পণ্য ছাড়াও আবর্তনশীল নিম্ন কার্বনের ব্যবহার জীবনের একটি প্রয়োজনীয় অংশ।
শ্রোতা বন্ধুরা, আমরা এবারের মেলায় প্রদর্শিত নতুন প্রযুক্তি ও পণ্যের কিছু অংশ মাত্র আপনাদের জানালাম।ভবিষ্যতে উচ্চ ও নতুন প্রযুক্তির দ্রুত উন্নয়নের পাশাপাশি নিম্ন কার্বন সংক্রান্ত প্রযুক্তি আরো বেশি করে আমাদের জীবনে ব্যবহার করা হবে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |