Web bengali.cri.cn   
বাংলাদেশে মূল্যস্ফীতি থাকবে সাড়ে ৬ শতাংশের মধ্যে
  2010-06-10 20:34:21  cri
বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে চলতি বছর দেশে গড় মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশের মধ্যে থাকবে। চলতি সপ্তাহে সংসদে তিনি বলেন, ফসলের উত্পাদন বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা, বাজার পর্যবেক্ষণ, খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি ও অভ্যন্তরীণ বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হওয়ায় বছর শেষে গড় মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশের মধ্যে রাখা যাবে।

তবে তিনি আশংকা প্রকাশ করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ বাংলাদেশের আমদানি পণ্যের মূল্য দ্রুত বৃদ্ধি পাওয়ায় দেশে মূল্যস্ফীতির চাপ বজায় থাকতে পারে। মন্ত্রী জানান, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে গত মার্চ মাসে দেশে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৮ শতাংশ। আগের বছর মার্চে এ হার ছিল ৫ শতাংশ। গত জুলাই মাস থেকে মার্চ মাস পর্যন্ত গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৯ শতাংশে, যা আগের বছর একই সময়ে ছিল ৮ দশমিক ৫ শতাংশ।

মুহিত জানান, ব্যাংকব্যবস্থায় অতিরিক্ত তারল্য যাতে মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে না পারে সেজন্য কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংবিধিবদ্ধ জমার পরিমাণ শূন্য দশমিক ৫ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে।

মে মাসে ভারতে গাড়ি বিক্রি বেড়েছে

গত মে মাসে ভারতের পাঁচটি গাড়ি নির্মানকারী প্রতিষ্ঠান মারুতি, টাটা, হুন্দাই, মহেন্দ্রা এ্যান্ড মহেন্দ্রা ও টয়োটা দেশটিতে প্রায় দু'লাখ ২০ হাজার গাড়ি বিক্রি করেছে। গত বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে গাড়ি বিক্রি করে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে মারুতি মোটরস। কোম্পানি এ সময় ১ লাখ ২ হাজার ১৭৫টি গাড়ি বিক্রি করে। গত বছরের মে মাসের তুলনায় বিক্রি বেড়েছে ২৮ শতাংশ। একইভাবে টাটা মোটরস ৫৬ হাজার ৭৭৭টি গাড়ি বিক্রি করে ওই মাসে যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪১ শতাংশ বেশি। হুন্দাইয়ের বিক্রি ১৫ শতাংশ বেড়ে ২৭ হাজার ১৫১-এ দাঁড়ায়, মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্রার বিক্রি ৬৩ শতাংশ বেড়ে ২৭ হাজার ৩৬-এ পৌঁছায় এবং টয়োটার বিক্রি ৫৪ শতাংশ বেড়ে ৬ হাজার ৫০-এ পৌঁছায়। (সূত্র: কালের কন্ঠ)

চীন-জাপান নতুন অনলাইন বাজার চালু হচ্ছে

খুচরা বাজার বিষয়ক চীনের বৃহত্তম ওয়েবসাইট তাওবাও ও ইয়াহু জাপান যৌথভাবে তৈরি করতে করবে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বাজার। এ লক্ষ্যে সম্প্রতি এ দুই প্রতিষ্ঠানের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়।

তাওবাও ও ইয়াহু জাপান আশা করছে ৪৫ কোটি পণ্য নিয়ে এবং ২৫ কোটি গ্রাহককে আকৃষ্ট করে এ অনলাইন বাজার বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ই-বাজার যুক্তরাষ্ট্র-ভিত্তিক 'ইবে'কে ছাড়িয়ে যাবে। । ইবের প্রায় ৯ কোটি নিয়মিত গ্রাহক রয়েছেন, যারা বছরে গড়ে প্রায় ছয় হাজার কোটি ডলারের পণ্য কেনাবেচা করেন।

ইয়াহু! জাপানের চেয়ারম্যান মাসায়োসি সন বলেন, এ চুক্তির মাধ্যমে বিশ্বের সবেচেয়ে বড় ই-কমার্স বাজারের যাত্রা শুরু হতে যাচ্ছে। (সূত্র: এএফপি)

ঋণে মার্কিন সরকারের নতুন রেকর্ড

বিশ্বের সর্ববৃহত্ অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারের দেনার পরিমান বেড়ে রেকর্ড ১৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। দেশটির অর্থমন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য প্রকাশ করে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মে মাসের শেষে মার্কিন সরকারের ঋণের পরিমাণ দাঁড়ায় ১৩.০৫ ট্রিলিয়ন ডলারে। দশ বছর আগে সরকারী ঋণ যা ছিল এ সংখ্যা তার দ্বিগুণ এবং দেশটির মোট দেশজ উত্পাদন বা জিডিপির ৯০ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট বারাক ওবামা দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বেড়েছে ২ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের আট বছরের শাসনামলে দেশটির বাজেট ঘাটতি ৪ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার বেড়ে যায়।

সরকারী ব্যয় বৃদ্ধির কারণে ওবামা সরকারের কড়া সমালোচনা করেছেন রিপাবলিকানরা। তবে এ সমস্যা মোকাবিলার উপায় খুঁজে বের করার জন্য ওবামা দ্বিদলীয় একটি ঋণ কমিশন গঠন করেছেন। (সূ্ত্র: এএফপি)

রাষ্ট্রীয় ব্যয় কমানোর পরিকল্পনা নিচ্ছে এবার জার্মানী

ভবিষ্যত আর্থিক সংকট থেকে দূরে থাকার লক্ষ্যে সরকারী ব্যয় কমানোর উদ্যোগ নেয়া ইউরোপীয় দেশগুলোর সঙ্গে এবার শামিল হয়েছে জার্মানী। দেশটির সরকার আগামী ২০১৩ সালের মধ্যে সরকারী ব্যয় তিন হাজার কোটি ইউরো কমিয়ে আনার পরিকল্পনা নিচ্ছে বলে জানিয়েছে জার্মানীর পত্রিকা দৈনিক বিল্ড। সরকারের উচ্চপদস্থ এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দেশটির আগামী অর্থবছরের বাজেট পরিকল্পনা প্রণয়নের প্রাক্কালে পত্রিকাটি এ তথ্য জানায়। তবে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো ঘোষণা দেয়নি।

বিল্ডের খবরে বলা হয়, ২০১৩ সালের মধ্যেই জার্মান সরকার দেশটির বিদ্যমান অর্থনৈতিক দায় ৩ হাজার কোটি ইউরো (তিন হাজার ৬০০ কোটি ডলার) কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ২০১১ সালের মধ্যে সরকারের ব্যয় এক হাজার ২০০ কোটি ইউরো কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পত্রিকাটি আরো জানায়, জার্মান সরকার ২০১২ ও ২০১৩ সালেও দেশটির বাজেট ঘাটতি কমপক্ষে পাঁচ হাজার কোটি ইউরো করে কমানোর পরিকল্পনা করছে। (সূত্র: এএফপি)

ইউরোজোনে খুচরা বাজারে মন্দা

অভিন্ন মূদ্রা ‌ইউরো ব্যবহারকারী দেশগুলোতে গত মে মাসে খুচরা বাজারে বিক্রি এর আগের মাসের তুলনায় গড়ে প্রায় ১ দশমিক ২ শতাংশ হারে কমেছে। তবে মার্চে তার আগের মাসের তুলনায় খুচরা বাজারে বিক্রি বেড়েছিল প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান দপ্তর সম্প্রতি এক রিপোর্টে এ তথ্য জানায়।

কর্মসংস্থান ও সরকারী ব্যয় নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার কারণে ভোক্তা চাহিদা কমেছে বলে মনে করা হচ্ছে। রিপোর্টে বলা হয়, ইউরো অঞ্চলের দেশগুলোর মধ্যে বেলজিয়ামের খুচরা বাজারে সর্বোচ্চ ১ দশমিক ৮ শতাংশ বিক্রি কমলেও জার্মানিতে ১ শতাংশ হারে বিক্রি বেড়েছে। এ ছাড়া গত অর্থবছরের বার্ষিক হিসাবে ইউরো অঞ্চল ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর খুচরা বাজারে যথাক্রমে ১ দশমিক ৫ শতাংশ এবং ১ দশমিক ৬ শতাংশ হারে বিক্রি কমেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। (সূ্ত্র: এএফপি/রয়টার্স)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040