Web bengali.cri.cn   
বাজেট হ্রাস ইউরোপের সংকট বাড়াতে পারে
  2010-06-03 20:51:39  cri
ইউরোপের দেশগুলোতে বাজেটের আকার কমানোর যে প্রবণতা দেখা যাচ্ছে তা এ অঞ্চলের অর্থনৈতিক সংকট আরো বাড়িয়ে দিতে পারে। এ মন্তব্য নোবেল বিজয়ী ও বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিত্জ এবং আন্তর্জাতিক মূদ্রা তহবিল বা আইএমএফ'র প্রধান অর্থনীতিবিদ অলিভিয়ার ব্লানচার্ডের। তাঁরা বলেছেন, এ প্রবণতা অঞ্চলের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে ব্যাপক মাত্রায় বাধাগ্রস্ত করতে পারে, যার ফলে অঞ্চলের অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা দেখা দিতে পারে।

তাঁরা বলছেন, এ বাজেট কাটছাঁটের সিদ্ধান্তে ফলে ইউরোপের দেশগুলোতে কর্মসংস্থান, বিনিয়োগ ও উৎপাদন সবকিছুর ওপরই নেতিবাচক প্রভাব পড়বে। আর তার কারণে ক্ষতিগ্রস্ত হবেন অঞ্চলের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ। অব্যাহত অর্থনৈতিক সংকটের কারণে এমনিতেই বিনিয়োগকারীরা এ অঞ্চলে বিনিয়োগের ব্যাপারে আস্থা হারাচ্ছেন। সর্বশেষ সিদ্ধান্ত মড়ার ওপর খাড়ার ঘা হিসেবেই আবির্ভূত হবে এবং সংকটকে আরো ঘনীভূত করে তুলবে।

ফ্রান্সের লো মন্দ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে অর্থনীতিবিদ স্টিগলিত্জ বলেন, ইউরোপ যদি একাকী তাদের নিজস্ব সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রসর হয়, তাহলে তাদের জন্য মারাত্মক বিপর্যয় অপেক্ষা করছে। তিনি মনে করেন, বাজেটের আকার কমানোর মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।।

স্টিগলিত্জ বলেন, ইউরোপের দেশগুলো নিজেদের মধ্যে একাত্মতা নিশ্চিত করার মাধ্যমেই অঞ্চলের অর্থনৈতিক অনিশ্চয়তা দূর করতে পারবে। স্টিগলিতজের সঙ্গে সুর মিলিয়েছে আইএমএফ। ইউরোপের দেশগুলোতে একযোগে বাজেটের আকার কমানোর সিদ্ধান্ত মোটেই সময়োপযোগী নয় মন্তব্য করে সংস্থাটি বলছে, বাজেটের আকার কমানো হলেই ইউরোপের অর্থনৈতিক সংকট কেটে যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। সংস্থার প্রধান অর্থনীতিবিদ অলিভিয়ার ব্লানচার্ড এ প্রসঙ্গে বলেন, বাজেটের আকার কমানোর ফলে ইউরোপের বেশ কিছু দেশের আর্থিক বাজারের ওপর চাপ বাড়বে। আর এতে করে এসব দেশের অর্থনীতিতে নতুন করে সংকট দেখা দিতে পারে।

সংকট মোকাবিলায় ইউরোপের দেশগুলোর মধ্য একাত্মতার যে তাগিদ দিয়েছেন স্টিগলিত্জ তাকে সমর্থন দিয়েছেন আইএমএফ'র প্রধান ডমিনিক স্ট্রস কান। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কান ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দায়গ্রস্ত ইউরোপের দেশগুলোর অর্থনীতি পুনরুদ্ধারে গৃহীত ট্রিলিয়ন ডলার প্রণোদনা প্যাকেজের বড় অংশ প্রবৃদ্ধি বাড়াতে ব্যয় করা উচিত। কারণ, প্রবৃদ্ধি ছাড়া ইউরো অঞ্চলসহ ইইউভুক্ত দেশগুলোর অর্থনৈতিক সংকট বিমোচন খুব কঠিন হয়ে দাঁড়াবে।

প্রসঙ্গত, বিশাল ঋণে ভারক্রান্ত গ্রিস সরকার দেশকে দেউলিয়াত্বের হাত থেকে বাঁচাতে বাজেটের আকার কমিয়ে আনার ঘোষণা দেয় সম্প্রতি। গ্রিসের পদাঙ্ক অনুসরণ করে বাজেটের আকার কমানোর ঘোষণা দেয় ইউরোপের অন্যতম অর্থনৈতিক শক্তি যুক্তরাজ্যও। ইতালি ও স্পেনের সরকারও বাজেটের আকারও কমানোর ব্যাপারে আভাস দেয়।

যুক্তরাজ্যের নবনির্বাচিত জোট সরকার এক ঘোষণায় জানায়, দেশটির বাজেটের আকার ৬২৫ কোটি পাউন্ড (৮৯০ কোটি ডলার) কমিয়ে আনা হবে। এ ক্ষেত্রে প্রধানত সরকারের অপ্রয়োজনীয় ব্যয়গুলোই কমিয়ে আনা হবে বলে জানানো হয়। ইতালি সরকারের একজন মুখপাত্র জানান, ইতালির বাজেটের আকার দুই হাজার ৪০০ কোটি ইউরো (তিন হাজার কোটি ডলার) কমিয়ে আনার বিষয়ে চিন্তা-ভাবনা করছে সরকার। বর্তমানে দেশটির অর্থনৈতিক দায়ের পরিমাণ মোট জিডিপির ৫ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে স্পেন সরকারের একজন কর্মকর্তা জানান, তাদের বাজেটের আকার আগামী দুই বছরের মধ্যে এক হাজার ৫০০ কোটি ইউরো কমিয়ে আনা হতে পারে। ২০১২ সালের মধ্যে দেশটির অর্থনৈতিক দায়ের পরিমাণ জিডিপির ১১ দশমিক ২ শতাংশ থেকে ৩ শতাংশে নামিয়ে আনতেই বাজেটের আকার ছোট করা হবে বলে তিনি জানান ।

ইউরোপের দেশগুলো মূলত এখন এক কঠিন উভয়-সংকটে পড়েছে। বাজেট না কমালে যেমন রয়েছে সরকারের ঋণের পরিমান বেড়ে গিয়ে গ্রিসের মত অবস্থা হওয়ার ঝুঁকি, তেমনি বাজেট কমালে রয়েছে প্রবৃদ্ধি, কর্মসংস্থান ইত্যাদির ওপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি। এ উভয়-সংকটের হাত থেকে ইউরোপের দেশগুলোর সহজে মুক্তি মিলছে বলে মনে হয় না।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040