|
চীনের শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়ের জ্বালানি সম্পদ সাশ্রয় ও সার্বিক ব্যবহার বিভাগের উপপরিচালক কাও তোং সেং সম্প্রতি বলেছেন, চীন পাঁচ দিক থেকে শিল্প ক্ষেত্রের আবর্তনশীল অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।
সম্প্রতি চীনের পঞ্চম আবর্তনশীল অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত শীর্ষ ফোরাম পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। কাও তোং সেং ফোরামে বলেছেন, শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয় আবর্তনশীল অর্থনীতিকে আগামী পাঁচ বছরের পরিকল্পনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে নির্ধারণ করেছে।
এবার চীনের আবর্তনশীল অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত শীর্ষ ফোরামের প্রসঙ্গ হল আবর্তনশীল অর্থনীতির উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা"। আশা করা হচ্ছে, ফোরামের মাধ্যমে নতুন পরিস্থিতিতে আবর্তনশীল অর্থনৈতিক খাত ও আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করার উপায় খুঁজে বের করা সম্ভব হবে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |