তিনটি দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং পূর্ব এশিয় অঞ্চলের মানদন্ড গড়ে তোলা উচিতঃ ওয়েন চিয়া পাও
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সম্প্রতি বলেছেন, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সহযোগিতাকে এশিয়া এমনকি বিশ্বের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে আরো ইতিবাচক ভূমিকা পালন করা উচিত।
এদিনে ওয়েন চিয়া পাও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক ও জাপানের প্রধানমন্ত্রী ইউকিও হাতোয়ামা তিনটি দেশের শীর্ষ বাণিজ্য সম্মেলনে ভাষণ দিয়েছেন। ওয়েন চিয়া পাও তার ভাষণে বলেছেন, তিনটি দেশের সহযোগিতার ক্ষেত্র উন্মুক্ত হচ্ছে। তিনটি দেশের কৌশলগত সার্বিক দিক থেকে অবাধ বাণিজ্য অঞ্চলের যৌথ ইতিবাচকভাবে গবেষণার কাজ ত্বরান্বিত করা উচিত, যাতে ২০১০ সালের মধ্যে গুরুত্বপূর্ণ দিকগুলোর কাজ সম্পন্ন করা যায়।