|
শানতোং প্রদেশের উদ্যোগে ২০১০ সালের শানতোং সপ্তাহ সম্প্রতি হংকংয়ে অনুষ্ঠিত হয়েছে। এবার কর্মসূচীতে অন্তর্ভূক্ত ছিল, দশটিরও বেশি আর্থ-বাণিজ্যিক বিশেষ সেমিনার এবং শানতোং প্রদেশ হংকংয়ের বাণিজ্য মহলের প্রতি তিন শ'টি সহযোগিতামূলক প্রচার প্রকল্প। এসব প্রকল্পের ব্যয় এক শ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। জানা গেছে, বর্তমানে হংকং শানতোংয়ের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পুঁজি বিনিয়োগ ও বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে। দু'পক্ষের সহযোগিতা আরো সামনে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি এবারের কর্মসূচীর কথা আপনাদের জানাবো।
হংকং-এর অর্থনীতি বিভাগের পরিচালক চেং জুন হুয়া বলেছেন, খাত ও অর্থনৈতিক কাঠামো থেকে দেখা যায় যে, শানতোং ও হংকং'র অর্থনীতি বেশিরভাগ ক্ষেত্রেই পরস্পরের পরিপূরক ও সহযোগিতার সুপ্ত শক্তি সম্পন্ন। তিনি বলেন, (১)
শানতোংয়ের প্রাকৃতিক সম্পদ বিরাট এবং শিল্পের শক্তিশালী ভিত্তি রয়েছে। হংকং আন্তর্জাতিক বাণিজ্য, অর্থ ও জাহাজ চলাচল কেন্দ্র হিসেবে এর ঐতিহ্যিক অর্থের ধারা, পণ্য স্থানান্তর, পর্যটন ও তথ্যসহ বিভিন্ন খাত রয়েছে। এছাড়া এখানকার ছটি প্রধান্ খাতের উন্নয়ন কাজও জোরদার করা হয়েছে। এ ছটি খাত হল পরীক্ষা ও সত্যায়ন, চিকিত্সা সেবা, উদ্ভাবনের বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি, পরিবেশ সুরক্ষা এবং শিক্ষা সেবা। এসব দিকগুলো হংকংয়ের দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বীতার শক্তিকে সুসংবদ্ধ করার জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে শানতোং প্রদেশের পুঁজি বিনিয়োগের পরিবেশ অব্যাহতভাবে সুবিন্যাস্ত হচ্ছে। হংকংয়ের বেশির ভাগ ব্যবসায়ী শানতোংয়ে ব্যবসা করতে আগ্রহী। ২০০৯ সালে হংকং-এর শানতোংয়ে পুঁজি বিনিয়োগ প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৫টিতে। কার্যকর ব্যয়ের পরিমাণ ৩.৯ বিলিয়ন মার্কিন ডলার। এ সংখ্যা অন্যান্য পুঁজি বিনিয়োগ উত্সস্থলের মধ্যে প্রথম। ২০০৯ সালের শেষ পর্যন্ত শানতোং প্রদেশ হংকং-এর ১৫ হাজার বেশি প্রতিষ্ঠানকে সরাসরি পুঁজি বিনিয়োগের জন্য অনুমোদন দিয়েছে । এসব প্রকল্পে ব্যয় হবে প্রায় ২৬.৭ বিলিয়ন মার্কিন ডলার।
যদিও আন্তর্জাতিক আর্থিক সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে, তারপরও শানতোং প্রদেশে ২০০৯ সালে স্থিতিশীল উন্নয়নের ধারা বজায় ছিল। পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৯ সালে শানতোং প্রদেশের জিডিপি ছিল প্রায় ৩.৪ ট্রিলিয়ন ইউয়ান। গত বছরের একই সময়ের তুলনায় তা ১২ শতাংশ বেশি। শানতোং প্রদেশের গভর্ণর চিয়াং তা মিং বলেছেন, এ সাফল্য হচ্ছে শানতোং প্রদেশের অর্থনৈতিক কাঠামো সুবিন্যস্ত করা ও উন্নয়নের পদ্ধতি পরিবর্তনের ফলাফল। অর্থনীতি পুনরুদ্ধারের প্রবণতা আরো সুসংবদ্ধ করা এবং বহিরাগত পুঁজি ব্যবহারের মান উন্নত করার জন্য পরবর্তীতে শানতোং আধুনিক সেবা, নতুন জ্বালানি সম্পদ ও নতুন উপকরণসহ বিভিন্ন খাতের কাজ জোরদার করার ব্যাপার শানতোং ও হংকং সহযোগিতার কেন্দ্রে পরিণত হবে এবং তাকে সুরক্ষার জন্য সংশ্লিষ্ট ব্যবস্থা প্রণয়ন করবে। চিয়াং তা মিং বলেন, (২)
আমরা অবিচল সহযোগিতার প্ল্যাটফর্মের ভিত্তিতে দু'স্থানের উচ্চ পর্যায়ের বৈঠক, কর্ম সমন্বয় এবং আর্থ-বাণিজ্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পরস্পরের সফরসহ বিভিন্ন সহযোগিতার প্ল্যাটফর্ম গড়ে তুলতে আগ্রহী। আমরাও হংকংয়ের সঙ্গে দক্ষ জনশক্তি ও তথ্য পরস্পরের বিনিময়ের সহযোগিতা ব্যবস্থা গড়ে তুলতে, সমুদ্র সংক্রান্ত গবেষণা ও বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার, শানতোংয়ের গবেষণা সংস্থা ও শ্রেষ্ঠ শিল্পপ্রতিষ্ঠানের হংকংয়ের সঙ্গে নতুন জ্বালানি সম্পদ, উপকরণ, প্রযুক্তি , চিকিত্সা ও ওষুধসহ বিভিন্ন ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ত্বরান্বিত করতে আগ্রহী।
বর্তমানে শানতোং প্রদেশের ২৭টি শিল্পপ্রতিষ্ঠান হংকংয়ে বাজারে কাজ করছে। হংকংয়ে প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ২৪৬টি। এসব শিল্পপ্রতিষ্ঠানের পুঁজি বিনিয়োগের মূল্য প্রায় ৮০ কোটি মার্কিন ডলার। হংকংয়ের অর্থনীতি বিভাগের পরিচালক চেং জুন হুয়া বলেছেন, দেশ-বিদেশের বাজার যুক্ত করার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে হংকং শানতোংয়ের আরো বেশি শিল্পপ্রতিষ্ঠানকে হংকংয়ের উন্নয়নে এগিয়ে আসাকে স্বাগত জানিয়েছে। তিনি বলেন, (৩)
এক দিকে শানতোং প্রদেশের শিল্পপ্রতিষ্ঠান হংকংয়ের স্তম্ভ শিল্পের মাধ্যমে বহিরাগত পুঁজি আমদানি ও শানতোংয়ের শিল্পপ্রতিষ্ঠানগুলো হংকংয়ের উন্নয়নে সাহায্য করতে পারে। অন্য দিকে হংকংয়ের সঙ্গে নতুন সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করতে পারে। আমি বিশ্বাস করি, হংকং'র নিখুঁত আইন, সহজ শুল্ক ব্যবস্থা ও নানা ধরণের পেশাগত প্রতিভা শানতোংয়ের দীর্ঘমেয়াদী উন্নয়নের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |