|
২০১০ সালের চীনের পেইচিং আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২৭ মে শুরু হয়েছে। এ মেলায় তথ্য টেলিযোগাযোগ, নতুন জ্বালানি সম্পদ, জ্বালানি সম্পদ সাশ্রয় ও পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্র সম্পর্কিত চীন ও বিদেশের শ্রেষ্ঠ প্রযুক্তি প্রদর্শন করা হবে।
জানা গেছে, পাঁচ দিনব্যাপী প্রযুক্তি মেলা ১১টি আন্তর্জাতিক সংস্থা ও বিশটিরও বেশি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছে। এবারের মেলার প্রসঙ্গ হল স্বকীয় উদ্ভাবনের সামর্থ জোরদার করা, উন্নয়নের পদ্ধতি পরিবর্তনের গতি দ্রুত করা।
এবারের মেলা আগের তুলনায় প্রধান বৈশিষ্ট্য হল নিম্ন কার্বন সংক্রান্ত নতুন পণ্যদ্রব্য ও প্রযুক্তি।
পেইচিং আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা হচ্ছে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত মেলা। এ মেলা ১৯৯৮ সাল থেকে ১২ বার সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে এবং চীন ও বিদেশের উচ্চ ও নতুন প্রযুক্তি পরিদর্শনের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |