Web bengali.cri.cn   
শাংহাইয়ের ফুতোং অঞ্চল উন্নয়নের প্রস্তাব উদ্ভাবন ও শিল্পের কাঠামো সুবিন্যস্ত করেছে
  2010-05-27 20:32:36  cri

১৯৯০ সালের ১৮ এপ্রিল চীনের সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য চীন সরকার শাংহাইয়ের ফুতোং শহর উন্নয়ন ও উন্মুক্তকরণের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। বিশ বছর আগে ফুতোং ছিল শুধু একটি ফসলের ক্ষেত । তবে বর্তমানে ফুতোং একটি আধুনিক অঞ্চলে পরিণত হয়েছে। ফুতোংও শাংহাইয়ের অর্থনীতির দ্রুত উন্নয়নের শক্তিশালী স্তম্ভে পরিণত হয়েছে। আজকের চীনের অর্থনীতি অনুষ্ঠানে এ আধুনিক অঞ্চলের কথা বলবো।

ফুতোং নতুন অঞ্চল শাংহাইয়ের পূর্বাঞ্চলে অবস্থিত। এ অঞ্চলের আয়তন ১২১০ বর্গকিলোমিটার। এখানকার স্থায়ীভাবে বসবাস করা লোক সংখ্যা ৪১.২ লাখ। এ সংখ্যা হল শাংহাই শহরের ২০ শতাংশ। বিশ বছরের উন্নয়ন ও উন্মুক্তকরণের মাধ্যমে ফুতোং অঞ্চলের উত্পাদনের পরিমাণ ১৯৯০ সালের ৬ বিলিয়ন ইউয়ান থেকে ২০০৯ সালে ৪০০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। রাজস্ব আয়ত্ত ১.১ বিলিয়ন ইউয়ান থেকে ১৩৫.৬ বিলিয়ন ইউয়ানে উন্নীত হয়েছে।

বিশ বছরের ফুতোংয়ের পরিবর্তন লুচিয়াজুই আর্থ-বাণিজ্যিক অঞ্চলে গভীরভাবে প্রদর্শন করা হয়েছে। লুচিয়াজুই চীনের প্রথম জাতীয় বাণিজ্যিক উন্নয়ন এলাকা। লুচিয়াজুই গ্রুপের মহাপরিচালক ইয়াং সিয়াও মিং আমাদের সংবাদদাতাকে বলেছেন, (১)

তখন ফুতোংয়ের উন্নয়ন ও উন্মুক্ত বিভাগের অফিসের কাছাকাছি ছিল খুব ফাঁকা। আমরা এ অফিসের জন্য দুটি বিশেষ প্রচারের বোর্ড নির্মাণ করেছি। তখন তোংফাং সড়ক উপকন্ঠ ছিল। এখানকার ফসলের ক্ষেত দেখা যেতো।

বর্তমানে লুচিয়াজুই যে বেশ কিছু সুউচ্চ ভবন রয়েছে। চীন ও বিদেশের কয়েক শ'টি বাণিজ্যিক সংস্থার এখানে অফিস রয়েছে। যেমন ৪৯২ মিটার উঁচু শাংহাই আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র ও ৪২০ মিটার উঁচু চিনমাও হল।

গত বিশ বছরে চীন সরকার অনেক ক্ষেত্রে ফুতোং পরীক্ষার নীতিকে অগ্রাধিকার দিয়েছে। এর ফলে ফুতোং অব্যাহতভাবে উদ্ভাবন উন্নয়ন ও পরিচালনার পদ্ধতি চালু করেছে। ফুতোং অঞ্চলের সম্পাদক স্যু লিন বলেছেন, দক্ষ জনশক্তি হচ্ছে সমাজের সার্বিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি। ফুতোংয়ের অর্থনৈতিক উন্নয়নের পর্যায়ের তুলনায় সমাজের উন্নয়নের পর্যায় কিছুটা মন্থর। তিনি বলেন, (২)

ফুতোং অর্থনীতি উন্নয়নের পাশাপাশি মানুষের স্বার্থকে শীর্ষ স্থানে রাখা ও জনগণের জীবনযাপনের মান স্বয়ংসম্পূর্ণ করার ব্যাপারে বাস্তব ভিত্তিতে কার্যকর করে। তাছাড়া, প্রাকৃতিক, সবুজ , অবিরাম ও নিম্ন কার্বন হচ্ছে আমাদের টেকসই উন্নয়নের মৌলিক প্রস্তাব ও নীতি।

বিশ বছরে ফুতোং শিল্পের কাঠামো সুবিন্যস্ত করার ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নে অবিরাম প্রস্তাব প্রকাশ করেছে। ফুতোং আধুনিক সেবা খাত এবং উচ্চ ও নতুন প্রযুক্তি খাতের নতুন শিল্পের ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে প্রচেষ্টা চালিয়েছে। ২০০৯ সালে ফুতোং এলাকার তৃতীয় পর্যায়ের শিল্পের হার ৫০ শতাংশ বেশি। বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে বরাদ্দ দেয়া অর্থ এলাকার উত্পাদনের পরিমানের তুলনায় ৩ শতাংশ বেশি।

চাং জিয়াং উচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি এলাকা ১৯৯২ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ফুতোং উন্নয়নের উচ্চ ও নতুন প্রযুক্তির গুরুত্বপূর্ণ এলাকার একটি। এর পাশাপাশি এটি চীনের জাতীয় উচ্চ ও নতুন প্রযুক্তি এলাকা। এখানে বেশ কিছু আন্তঃদেশীয় কোম্পানি রয়েছে। ইন্টিগ্রেটেট সার্কিট , জৈব ওষুধ, সফটওয়্যার ও তথ্য সেবাসহ বিভিন্ন উচ্চ ও নতুন প্রযুক্তি খাত অন্তর্ভূক্ত হয়েছে। ২০০৯ সালে এ এলাকার পণ্য বিক্রির পরিমাণ এক ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। তবে চাং জিয়াং গ্রুপের উপমহাপরিচালক ফেং লি মনে করেন, সমাজে অবদান রাখা সরাসরি অর্থনৈতিক ফলপ্রসূতার তুলনায় আরো গুরুত্বপূর্ণ হয়েছে। তিনি বলেন,(৩)

আমাদের চাং জিয়াং উচ্চ ও নতুন প্রযুক্তি এলাকা দেশীয় খাতের কাঠামো উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এটি আমাদের অর্জিত সরাসরি অর্থনৈতিক ফলপ্রসূতার তুলনায় আরো গুরুত্বপূর্ণ।

নিম্ন কার্বন অর্থনীতি হচ্ছে বিশ্বের জনপ্রিয় উন্নয়ন প্রস্তাব। এটিও ফুতোংয়ের অর্থনৈতিক উন্নয়নের পথে প্রভাব ফেলেছে। ফুতোং'র লিনকাং শিল্প এলাকা হচ্ছে ফুতোং ভারী সাজ-সরঞ্জাম উত্পাদনের কেন্দ্র। এখানে দেশ ও বিদেশের শ্রেষ্ঠ বায়ু ও বিদ্যুত্ ব্যবহৃত সাজ-সরঞ্জাম উত্পাদনের বড় শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। নতুন নিম্ন কার্বন শিল্প উন্নয়নের জন্য লিনকাং শিল্প এলাকা বায়ু ও বিদ্যুতসহ নতুন জ্বালানি সম্পদ ব্যবহার এবং পরিবেশ সম্মত পণ্য স্থানান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে পরিণত করার উন্নয়নের পথ খুঁজে বের করেছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040