Web bengali.cri.cn   
চার বছরের মধ্যে ইউরোর সর্বোচ্চ দরপতন
  2010-05-20 20:27:11  cri

মার্কিন ডলারের বিপরীতে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন ঘটেছে ইউরোপের অভিন্ন মুদ্রা ইউরোর। ইউরো অঞ্চলের দেশগুলোর বর্তমান অর্থনৈতিক সংকট শিগগিরই কাটছে না এমন ভীতি থেকেই বিশ্ববাজারে ইউরোর এমন রেকর্ড দরপতন হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৭ মে এশিয়ার বাজারে প্রতি ইউরো বিনিময় হয় ১ দশমিক ২২৪ ডলারে, যা ২০০৬ সালের এপ্রিলের পর থেকে সর্বনিম্ন হার। এদিন ইউরোপের বাজারে প্রতি ইউরো লেনদেন হয় ১ দশমিক ২২৮ ডলারে।

ইউরোর দরপতনের ব্যাপারে সিডনির ন্যাশনাল ব্যাংক অব অস্ট্রেলিয়ার কর্মকর্তা জন কিরিয়াকোপুলাস বলেন, "ইউরো অঞ্চলের অধিকাংশ দেশেই অর্থনৈতিক দায় মোচনে কৃচ্ছ্রতাসাধনের উদ্যোগ নেওয়ায় এ অঞ্চলের প্রবৃদ্ধি নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা। আর এ কারণেই ইউরোর বড় ধরনের দরপতন হয়েছে।"

মিজোহু করপোরেট ব্যাংকের অর্থনীতিবিদ দাইসুকে কারাকামা বলেন, "তেমন কোনো স্পর্শকাতর সংবাদ না থাকা সত্ত্বেও ইউরোর এমন দরপতনে মুদ্রাটির ওপর বাজারের আস্থাহীনতারই বহিঃপ্রকাশ ঘটেছে।" (সূত্রঃ এএফপি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040