|
বৃটেনের নতুন সরকার দেশটির ব্যাংক খাতের সংস্কারের ঘোষণা দিয়েছে। এ সপ্তাহের গোড়ার দিকে এক বিবৃতিতে নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রী ভিন্স ক্যাবল দেশটির শীর্ষস্থানীয় ব্যাংকগুলোকে উদ্দেশ্য করে বলেন, শিগগিরই ব্রিটিশ সরকার দেশটির ব্যাংক খাতের পুনর্গঠন কার্যক্রম শুরু করবে।
এ ছাড়া গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারেও ব্যাংক খাত সংস্কারে সরকারের পরিকল্পনার আভাস দেন ক্যাবল।
বিবৃতিতে তিনি বলেন, "আমরা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ফিরে যাচ্ছি না... ব্যাংকগুলোকে অবশ্যই যথাযথ আইন ও নিয়ম মেনে তাদের কার্যক্রম চালাতে হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।" তিনি বলেন, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা যথাযথ নিয়মে না চলায় এ খাতের পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে।
বিবৃতিতে ক্যাবল বলেন, কাউকে অনুসরণ করে নয়, ব্রিটিশ সরকার এককভাবেই দেশটির ব্যাংক খাত পুনর্গঠনের প্রস্তুতি নিচ্ছে। তবে ব্যাংক খাত সংস্কারের ক্ষেত্রে সম্মিলিত প্রয়াসের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র ব্যাংকিং খাতের সংস্কারে হাত দেয়। (সূত্রঃ এএফপি)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |