|
গত মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিমাণ এর আগের মাসের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪,০৪০ কোটি ডলারে পৌঁছেছে। ঘাটতির এ পরিমাণ ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ।
তবে এ বাণিজ্য ঘাটতি অপ্রত্যাশিত ছিল না। এর আগে বিশেষজ্ঞরা আভাস দিয়েছিলেন যে, মার্চ মাসে বাণিজ্য ঘাটতি ৪,০৫০ কোটি ডলারে দাঁড়াবে। দেশটির বাণিজ্য বিভাগের এক প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালের ডিসেম্বরের পর সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানির কারণে মার্চে এ বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি দেখা দেয়।
এ ব্য্যাপারে আইএইচএস গ্লোবাল ইনসাইটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ নিগেল গল্ট বলেন, "ঘাটতির পরিমাণ বাড়লেও মার্চ মাসে যুক্তরাষ্ট্রের আমদানি ও রপ্তানি দুটোই বেড়েছে। ফলে মার্চের পরিসংখ্যানকে সার্বিকভাবে ইতিবাচকই বলা যায়।"
২০০৮ সালের অক্টোবরে ওয়াল স্ট্রিটের বিনিয়োগ ব্যাংক লেম্যান ব্রাদার্সের ধসের পর থেকে টানা ১৫ মাসের মধ্যে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে চলতি বছরের মার্চ মাসে। ওই মাসে ১৪ হাজার ৭৯০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। আর আমদানি হয়েছে ১৮ হাজার ৮৩০ কোটি ডলারের পণ্য। সব মিলিয়ে ঘাটতি দাঁড়িয়েছে চার হাজার ৪০ কোটি ডলার। (সূত্রঃ এএফপি)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |