|
আর্থিক সংকট মোকাবিলায় গ্রিস সরকার এ পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১০টি দেশ থেকে দু'হাজার কোটি ইউরো ঋণ গ্রহণ করেছে। ত্রিপক্ষীয় চুক্তির আওতায়, গত সপ্তাহে আইএমএফ'র কাছ থেকে ঋণের প্রথম কিস্তি বাবদ ৫৫০ কোটি ইউরো গ্রহণ করে দেশটি। এরপর এ সপ্তাহে ১০টি ইইউ দেশ আরো ১,৪৫০ কোটি টাকা প্রদান করে গ্রিসকে। চুক্তি অনুযায়ী, ইইউ দেশ ও আইএমএফ'র কাছ থেকে ১১,০০০ কোটি ইউরো পাওয়ার কথা।
১৯ মের মধ্যে ১০ বছর মেয়াদি বন্ডের ৯০০ কোটি ডলার পরিশোধের বাধ্যবাধতা ছিল গ্রিস সরকারের। সেজন্যই চড়া সুদে এবং কঠিন শর্ত মেনে ইইউ ও আইএমএফের কাছ থেকে এই ঋণ নিতে বাধ্য হয়েছে দেশটি।
দেশটি অর্থ মন্ত্রনালয় এক বিবৃতিতে বলেছে, প্রথম কিস্তির অর্থ স্বল্প-মেয়াদি আর্থিক প্রয়োজন মেটাতে সাহায্য করবে গ্রিসকে।
বিবৃতিতে বলা হয়েছে, ৪৪০ কোটি ইউরো দিয়ে ইইউ দেশগুলোর ঋণদাতাদের মধ্যে শীর্ষে রয়েছে জার্মানি। ফ্রান্স দিয়েছে ৩৩০ কোটি ইউরো ও ইটালি ২৯০ কোটি ইউরো। অন্য ঋণদাতা দেশগুলো হলো স্পেন, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, পর্তুগাল, লুক্সেমবার্গ, সাইপ্রাস ও মালটা।
গ্রিসের অর্থমন্ত্রী জর্জ পাপাকনস্টানটিনোউ ব্রাসেলসে বলেছেন, 'টেকনিক্যাল' কারণে ইউরো অঞ্চলের বাকি ৫টি দেশ ঋণের প্রথম কিস্তিতে কোন অর্থ দিতে পারেনি। (সূত্রঃ রয়টার্স ও এপি)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |