Web bengali.cri.cn   
বিদেশি বিনিয়োগ কমেছে বাংলাদেশে
  2010-05-20 20:24:34  cri

গত পঞ্জিকা বছরের প্রথমার্ধে অর্থাৎ ২০০৯ সালের জানুয়ারি-জুন সময়কালে বাংলাদেশে প্রত্যক্ষ বিনিয়োগপ্রবাহ এর আগের ছয় মাসের তুলনায় ৪০ দশমিক ৬১ শতাংশ কমে গেছে। বিদেশি বিনিয়োগের ওপর বাংলাদেশ ব্যাংক পরিচালিত অর্ধবার্ষিকী জরিপের ভিত্তিতে তৈরি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, ২০০৯ সালের জানুয়ারি-জুন সময়কালে দেশে ২৪ কোটি ৪৭ লাখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে। আর ২০০৮ সালের জুলাই-ডিসেম্বর সময়কালে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৬০ কোটি ২৬ লাখ ডলার।

পরিসংখ্যানে দেখা যায়, ২০০৮-০৯ অর্থবছরে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছিল ৯৬ কোটি ডলার। আর ২০০৭-০৮ অর্থবছরে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৭৬ কোটি ৮৬ লাখ ডলার। অর্থাত্ ২০০৮-০৯ অর্থবছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২০০৯ সালের প্রথমার্ধে বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যহারে কমে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে টেলিযোগাযোগ খাতে।

টেলিযোগাযোগ খাতে বিদেশি বিনিয়োগ আগের ৬ মাসের তুলনায় সাড়ে ৬৫ শতাংশ কমে গিয়ে হয়েছে ১৪ কোটি ৮৯ লাখ ডলার। ২০০৮ সালের শেষার্ধে এর পরিমাণ ছিল ২২ কোটি ডলার। বস্ত্র খাতে বিদেশি বিনিয়োগ ১৬ শতাংশ কমে হয়েছে ৬ কোটি ডলার। (সূত্রঃ প্রথম আলো)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040