|
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ পাকিস্তানকে আরো ১১৩ কোটি ডলার ঋণ দিচ্ছে। এ সপ্তাহের গোড়ার দিকে সংস্থার নির্বাহী পরিষদ এ ঋণ প্রস্তাব অনুমোদন করে। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সহায়তার জন্য ঘোষিত এক হাজার ১৩০ কোটি ডলারের ঋণ কার্যক্রমের আওতায় পাকিস্তানকে এ অর্থ দেওয়া হচ্ছে।
এ ঋণের আওতায় পাকিস্তানকে এ পর্যন্ত ৭২৭ কোটি ডলার দেওয়া হয়েছে। বাজেট ঘাটতি ও সরকারের ঋণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া সীমা পর্যালোচনা করে পাকিস্তানের পক্ষ থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতে এ ঋণ অনুমোদন করা হয়েছে বলে আইএমএফের এক বিবৃতিতে জানানো হয়।
গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখা দেওয়ায় এবং রিজার্ভ দ্রুত কমতে থাকায় আইএমএফের কাছে ঋণের জন্য আবেদন করে পাকিস্তান। (সূত্রঃ এএফপি)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |