Web bengali.cri.cn   
বাংলাদেশে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১১শ' কোটি টাকা
  2010-05-13 20:15:30  cri

বাংলাদেশে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১১শ' কোটি টাকা

চলতি বছরের প্রথম তিন মাসে ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণ বেড়েছে এক হাজার ১০০ কোটি টাকা। এ সময় খেলাপি ঋণের হারও সামান্য বেড়েছে। গত মার্চ শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ২৩ হাজার ৫৯২ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৯ দশমিক ৪১ শতাংশ।

২০০৯ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮২ কোটি টাকা বা ৯ দশমিক ২১ শতাংশ। আর গত বছরের মার্চ শেষে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৩ হাজার ৫৮৬ কোটি টাকা, যা সেই সময়কাল পর্যন্ত বিতরণ করা ঋণের ১১ দশমিক ১২ শতাংশ।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে দেশের শিল্প-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ ব্যাংক এই পরিস্থিতিতে মন্দায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে তাদের খেলাপি ঋণ পুনঃ তফসিল করতে ছাড় দেয়। এ পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংক এককালীন জমা বা ডাউন পেমেন্ট ছাড়াই এসব খেলাপি ঋণ পুনঃ তফসিল করার সুযোগ করে দেয়। একইভাবে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আটক ও পলাতক ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের খেলাপি ঋণ পুনঃ তফসিলেও এ সুযোগ দেওয়া হয়। এতে করে প্রথমবারের মতো গত ডিসেম্বরে দেশের ব্যাংকগুলোর খেলাপি ঋণ ১০ শতাংশের নিচে বা একক অঙ্কে নেমে আসে। (সুত্র: প্রথম আলো)

মার্চে ভারতের রপ্তানি ৬ বছরের মধ্যে সর্বোচ্চ

মার্চ মাসে ভারতের রপ্তানি এর আগের বছরের একই সময়ের তুলনায় ৫৪ শতাংশ বেড়েছে। রপ্তানি বৃদ্ধির এ হার বিগত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণের প্রেক্ষাপটে সারাবিশ্বে স্বর্ণালংকার ও গাড়ির চাহিদা বাড়ায় রপ্তানির এ প্রবৃদ্ধি ঘটেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

দেশটির অর্থমন্ত্রী আনন্দ শর্মা সম্প্রতি বলেছেন, মার্চে রপ্তানি ৫৪ শতাংশ বেড়ে ১৯ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়। এর আগের মাসে রপ্তানি বাড়ে ৩৪ দশমিক ৮ শতাংশ হারে। তিনি জানান, ২০০৯ সালে ১৬ দশমিক ৫ শতাংশ কমে যাওয়ার পর রপ্তানি আবার বাড়তে শুরু করে এবং মার্চে তা ২০০৪ সালের পর সর্বোচ্চ হারে বাড়ে।

স্ট্যান্ডার্ড এন্ড পুওর'স-এর ভারতীয় শাখা ক্রিসিল লি.-এর প্রধান অর্থনীতিবিদ ধর্মকীর্তি জোশি বলেন, রপ্তানি বৃদ্ধির এ সর্বোচ্চ হারের দু'টি কারণ রয়েছে। "একটি হলো বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধার এবং অন্যটি হলো গত অর্থবছরের একই সময় রপ্তানির হার খুবই কম ছিল।" (সূত্র: ইকোনোমিক টাইমস)

পেনশন ভাতা কমানোর প্রস্তাবে গ্রিস মন্ত্রিসভার সম্মতি

গ্রিসের মন্ত্রিসভা দেশটির সরকারি কর্মচারীদের পেনশন ভাতা ৭০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনার প্রস্তাবে প্রাথমিক সম্মতি দিয়েছে। প্রধানমন্ত্রী জর্জ পাপানদ্রো পেনশন ভাতা পুনর্গঠন-সংক্রান্ত বিলে প্রাথমিক সম্মতির কথা জানিয়ে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সরকারের কচ্ছ্রসাধন প্রক্রিয়া সফল করতে সবার সহযোগিতা চেয়েছেন।

দেশটির শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ দিকে পেনশন ভাতা পুনর্গঠনসংক্রান্ত বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য পার্লামেন্টে তোলা হবে। আগামী ২৫ মে বিলটির ওপর পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা।

গ্রিসের শ্রম উপমন্ত্রী জর্জ কুত্রোমানিস জানান, এ প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেলে আগামী ২০৩০ সাল পর্যন্ত সরকারি কর্মচারীদের পেনশন ভাতা ৭০ শতাংশ পর্যন্ত কমে যাবে। তবে উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে পেনশন ভাতা ১৪ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে বলে আভাস দেন তিনি।

তবে বড় উদ্বেগের কথা শুনিয়েছেন গ্রিসের শ্রমমন্ত্রী আন্দ্রিয়াস লাভারদোস। যথাযথ পুনর্গঠন ছাড়া গ্রিসের বিদ্যমান পেনশন ব্যবস্থা মুখ থুবড়ে পড়তে পারে এ আশংকা ব্যক্ত করে তিনি বলেন, "বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় আমাদের পেনশন ব্যবস্থা বন্ধ করে দিতে হতে পারে।"

গ্রিসের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা স্ট্যাভরোউলা জারদেভা বলেন, "সরকারের পরিকল্পনা অনুযায়ী শেষ পর্যন্ত পেনশন ভাতা কমিয়ে দেওয়া হলে আমাদের প্রতিটি ইউরোই গুনে গুনে খরচ করতে হবে। আর খুব নাটকীয় কিছু না ঘটলে সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে গণ-আন্দোলন অবশ্যম্ভাবী হয়ে উঠবে।" (সুত্র: এএফপি)

তেলের বাজার চাঙ্গা হচ্ছে

ইউরো অঞ্চলের অভিন্ন মূদ্রা ইউরোর মূল্যমান ধরে রাখতে ইউরোপীয় ইউনিয়ন এক ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজের ঘোষণার পর জ্বালানি তেলের বাজার চাঙ্গা হতে শুরু করেছে। এ ঘোষণার একদিন পর অর্থাত্ ১১ মে নিউইয়র্কে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২ দশমিক ৪৭ ডলার বেড়ে ৭৭ দশমিক ৫৮ ডলারে পৌঁছায়। লন্ডনে প্রতি ব্যারেল তেলের দাম ২ দশমিক ২৩ ডলার বেড়ে ৮০ দশমিক ৫০ ডলারে বিক্রি হয়।

প্যাকেজ ঘোষণার পর ডলারের বিপরীতে ইউরোর দাম বাড়তে শুরু করে এবং তার প্রভাব পড়ে তেলের বাজারে। চাহিদার পাশাপাশি তেলের দামও বাড়তে শুরু করে। ইউরোপের ঋণসংকট অর্থনৈতিক মন্দা থেকে বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে, এই আশঙ্কায় গত ৩ মে থেকে তেলের দাম পড়তে থাকে। বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের ঋণ সহায়তার ঘোষণায় ইউরো অঞ্চলের ব্যাপারে অনিশ্চয়তা পুরোপুরি না কাটলেও তেলের দাম আরো বেড়ে ৮০ ডলারের ওপরে উঠতে পারে। (সূত্র: এএফপি)

এবার গাড়ি তলব করেছে জেনারেল মোটরস

জেনারেল মোটরস কোম্পানি হামার এইচ-থ্রি মডেলের এক লাখ ৬০ হাজার গাড়ি তলব করার সিদ্ধান্ত নিয়েছে। ২০০৬ সাল থেকে ২০১০ সালের মধ্যে বিক্রি হওয়া কোম্পানির এই মডেলের অনেকগুলো গাড়ির বনেট সমস্যার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসড়ক যোগাযোগ নিরপত্তা দপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। গ্রাহকদের বেশির ভাগই হামার এইচ-থ্রি মডেলের গাড়ি চালানোর সময় বনেট নিয়ে সমস্যায় পড়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040