Web bengali.cri.cn   
ইউরো বাঁচাতে ট্রিলিয়ন ডলারের প্যাকেজ
  2010-05-13 20:14:25  cri

ইউরোপের অভিন্ন মূদ্রা ইউরোকে অনিশ্চয়তা থেকে রক্ষা করতে ইউরো অঞ্চলের দেশগুলোর অর্থনীতি চাঙ্গা করার জন্য প্রায় ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ'র কর্মকর্তাদের সঙ্গে ১১ ঘণ্টা বৈঠকের পর ১০ মে ইইউ অর্থমন্ত্রীরা এ প্যাকেজ ঘোষণা করেন, যার আওতায় ইউরো অঞ্চলের দুর্বল অর্থনীতির দেশগুলোকে প্রয়োজনীয় অর্থসহায়তা দেওয়া হবে। এ প্যাকেজের আওতায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সরকারি ও বেসরকারি ঋণপত্র বা বন্ড ক্রয় করে আর্থিক বাজারের স্থিতিশীলতা বজায় রাখবে।

তিন বছর মেয়াদি পরিকল্পনার আওতায় এ ৭৫ হাজার কোটি ইউরোর বা ৯৭ হাজার ৫০০ কোটি ডলারের প্যাকেজ তৈরি করা হয়েছে। এর প্যাকেজের জন্য ইউরোপীয় কমিশন দেবে ছয় হাজার কোটি ইউরো, ইউরো ব্যবহারকারী দেশগুলো দেবে ৪৪ হাজার কোটি ইউরো এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল অবশিষ্ট ২৫ হাজার কোটি ইউরো।

এ ছাড়া ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বিশ্বের অন্য প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোর সঙ্গে বিনিময় কার্যক্রমে যোগদান করবে বলে জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ও ব্যাংক অব ইংল্যান্ড ছাড়াও জাপান, কানাডা ও সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সমন্বিতভাবে এই প্রক্রিয়ায় থাকবে।

প্যাকেজ ঘোষণার পর পরই বিশ্ববাজারে ইউরোর লেনদেনে চাঙ্গাভাব ফিরে আসতে শুরু করে। ঘোষণার পরের দিন এশিয়ার বাজারে ডলারের বিপরীতে ইউরোর লেনদেনের হয় ১ দশমিক ৩০ ডলার। এর আগে গত সপ্তাহে ইউরোর দর ১৪ মাসের মধ্যে সবচেয়ে কমে ১ দশমিক ২৫ ডলারে নেমে আসে। ইউরোর চাঙ্গা ভাবে স্বস্তি ফিরে এসেছে এশিয়াসহ বিশ্বের প্রধান শেয়ারবাজারগুলোতেও। ১১ মে ব্রিটেনের এফটিএসসি-১০০ সূচক ২২৭ দশমিক ০৩ বা ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে ৫৩৫০ দশমিক ০৫ পয়েন্ট হয়। এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোর মধ্যে জাপানের নিক্কেই-২২৫ সূচক্ এদিন ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১০৫৩০ দশমিক ৭১ পয়েন্ট এবং হংকংয়ের হ্যাং সেং সূচক ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ২০৪২৬ দশমিক ৬৪ পয়েন্টে দাঁড়ায়।

তবে ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগের প্রেক্ষাপটে ইউরোর বিনিময় হার এবং শেয়ারের দাম বাড়লেও কোন কোন বিশ্লেষক ইউরোকে চাঙ্গা করার ক্ষেত্রে এ প্যাকেজকে অপ্রতুল মনে করছেন।

লন্ডনের আমুনদি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির উপ-প্রধান বিনিয়োগ কর্মকর্তা ক্রাইজিয়ার নিউ ইয়র্ক টাইমসকে বলেন, "মানুষের আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে এক ট্রিলিয়ন ডলার মোটেই যথেষ্ট নয়। আমরা মনে করি ইউরোর বিনিময় হার এখনো পড়তে থাকবে"।

গত বছরের শেষ দিকে গ্রিসে সরকারি অর্থায়নে বড় ধরনের সংকট দেখা দেয়, যা একপর্যায়ে ইউরোর স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে। গ্রিসের বাজেট ঘাটতি ও সরকারি ঋণ ইইউর নির্ধারিত সীমা অতিক্রম করে যাওয়ায় দেশটির সরকারি অর্থায়ন ব্যবস্থাপনা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। ইউরো ব্যবহারকারী দেশগুলোকে বাজেট ঘাটতি মোট দেশজ উত্পাদনের (জিডিপি) ৩ শতাংশ এবং সরকারি ঋণ জিডিপির ৬০ শতাংশের মধ্যে রাখার নিয়ম।

এই সংকট মোকাবিলায় প্রথাগতভাবে মুদ্রার অবমূল্যায়ন করার যে সুযোগ থাকে অভিন্ন মূদ্রা ইউরো ব্যবহারকারী দেশ হিসেবে গ্রিস তা নিতে পারেনি। একারণে গ্রিসের সংকট মোকাবিলায় সাহায্যের জন্য এর আগে ইউরোপীয় ইউনিয়ন দেশটিকে ঋণ প্রদানের অঙ্গীকার করে।

গ্রিসের ঋণ সংকট থেকে ইউরোর ওপর সৃষ্ট অনিশ্চয়তা কাটাতে ইউরোপীয় ইউনিয়ন ঘোষিত প্যাকেজ কতটা সহায়ক হবে তা এ মূহুর্তে তা বলা কঠিন। এর প্রভাব দেখতে বিশ্ববাসীকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040