চীনের গাড়ি প্রকল্প সমিতিসহ বিভিন্ন সংস্থার উদ্যোগে ২০১০ সালে বিশ্বের গাড়ি সংক্রান্ত শীর্ষ সম্মেলন সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনের গাড়ি প্রকল্প সমিতির সম্মানীয় চেয়ারম্যান শাও চি হুই সম্মেলনে বলেছেন, বর্তমানে চীনের গাড়ি শিল্পের প্রধান হল চীনের গাড়ি মার্কা সৃষ্টির চেষ্টা করা।
তিনি মনে করেন, চীনের গাড়ি শিল্প বহু চ্যালেঞ্জের সম্মুখীন । বিশেষ করে, অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতি পরিবর্তন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি সম্পদের অভাব ও ক্ষতিকর গ্যাস নির্গমন। এসব কারণেই গাড়ি শিল্পের টেকসই উন্নয়নের সবচেয়ে বিপদজনক চ্যালেঞ্জ।