|
কুয়েতের তেলমন্ত্রী শেখ আহমেদ আব্দুল্লাহ আল-সাবা বলেছেন, অপরিশোধিত তেলের মূল্য পরিস্থিতি বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারকে বিঘ্নিত করবে না। বর্তমানে ব্যারেলপ্রতি তেলের দাম ৭৫ থেকে ৮৫ ডলারের মধ্যে ওঠানামা করছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়ার জন্য মোটেও নেতিবাচক নয়। চলতি সপ্তাহে কুয়েত সিটিতে মধ্যপ্রাচ্যের তেল-গ্যাস বিষয়ক এক সম্মেলনে তিনি এ মত প্রকাশ করেন।
আব্দুল্লাহ আল-সাবা পূর্বাভাস দেন, চলতি বছর ব্যারেলপ্রতি তেলের দাম ৭৫ থেকে ৮৫ ডলারে মধ্যেই থাকবে। তাঁর মতে, দামের এই মাত্রা অবশ্যই স্থিতিশীল। তিনি বলেন, তেলের দাম যদি ১০০ ডলারের উপরে ওঠে তাহলে তেল রপ্তানিকারী দেশগুলোর সংস্থা ওপেক উত্পাদন বৃদ্ধির মাধ্যমে তা মোকাবিলা করবে।
কুয়েতী মন্ত্রী বলেন, ২০২০ সাল নাগাদ অপরিশোধিত তেলের দৈনিক উত্পাদন ক্ষমতা ৪০ লাখ ব্যারেল পর্যন্ত বাড়াতে তার দেশ বিনিয়োগ অব্যাহত রাখবে। (সূত্র: এএফপি)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |