|
এক মাসের ব্যবধানে ব্রিটেনে মূদ্রাস্ফীতি শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। গত মার্চে মূদ্রাস্ফীতির হার যেখানে ৩ শতাংশ ছিল, এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪ শতাংশে। ভোগ্যপণ্যের দামসংক্রান্ত সূচকের (সিপিআই) উর্ধ্বগতির কারণেই মূদ্রাস্ফীতি বেড়েছে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা যতটা আশংকা করেছিলেন মূদ্রাস্ফীতি বৃদ্ধির এ হার তার চেয়ে বেশি। তারা ধারণা করেছিলেন এপ্রিলে ব্রিটেনের মূদ্রাস্ফীতি ৩ দশমিক ২ শতাংশ হবে।
দেশটিতে এ মাসে বাড়ি ভাড়া থেকে শুরু করে বিভিন্ন খাতে খরচ বেড়েছে। সে কারণে খুচরা মূল্য সূচকের (আরপিআই) উর্ধ্বগতি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
মার্চে আরপিআই যেখানে ৩ দশমিক ৭ শতাংশ ছিল, সেখানে এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪ শতাংশ। ব্রিটেনে ভোগ্যপণ্যের মূল্য সূচকের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় ব্যাংক ঠিক করে দিলেও খুচরা মূল্যসংক্রান্ত সূচক নির্ধারিত হয় চাকরিজীবীদের বেতন, বাড়ি ভাড়া প্রভৃতির ওপর ভিত্তি করে।
এদিকে দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর জানিয়েছে, জ্বালানি তেলের দামের উর্ধ্বগতির ফলেই ভোগ্যপণ্যের দাম বেড়েছে। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান ও পরিশোধনের ব্যয় বেড়ে যাওয়ার ফলেই বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এর পাশাপাশি যুক্ত হয়েছে, জ্বালানি তেল উত্পাদনকারী দেশগুলোর সংস্থা ওপেকের তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত। এপ্রিলে জ্বালানি তেলের দাম গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ বেড়েছে। (সূত্র: সিনহুয়া)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |