Web bengali.cri.cn   
ফোবর্স বিশ্বসেরা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  2010-04-29 20:42:09  cri

যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস সম্প্রতি বিশ্বের শীর্ষ দু' হাজার কোম্পানির তালিকা প্রকাশ করেছে। কোম্পানির আকার, বিনিয়োগকারীদের আস্থা, মুনাফা, সম্পত্তি ও বাজারমূল্যের ভিত্তিতে করা 'বিশ্ব ২০০০' শিরোনামের এ তালিকায় সবচেয়ে বেশি এসেছে যুক্তরাষ্ট্র ও জাপানি কোম্পানিগুলোর নাম। তালিকায় চীনের ১১৩টি, ভারতের ৫৬টি এবং কানাডার ৬২টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে।

ফোবর্সের বিচারে বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ভালো ভিত্তির প্রতিষ্ঠান হলো জেপি মরগান চেজ ব্যাংক। সাময়িকী কর্তৃপক্ষ বলেছে, তাদের এই তালিকায় কেবল ৬২টি দেশের তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্রমই কেবল উঠে আসেনি, বাজারের গতিশীলতার চিত্রও প্রতিফলিত হয়েছে।

পত্রিকাটির হিসেবে, তালিকার সব কোম্পানির মোট আয় ৩০ ট্রিলিয়ন, মুনাফা ১ দশমিক ৪ ট্রিলিয়ন, সম্পত্তির পরিমাণ ১২৪ ট্রিলিয়ন এবং বাজারে মূল্য ৩১ ট্রিলিয়ন ডলার। বাজারে এসব কোম্পানির মূল্য চলতি বছর ৬১ শতাংশ বেড়েছে।

মন্দায় আর্থিক খাতে ব্যাপক সঙ্কটে পড়লেও ফোর্বসের তালিকায় ব্যাংকের সংখ্যাই সবচেয়ে বেশি। এ সংখ্যা ৩০৮টি । এর একটি বড় কারণ অবশ্য সরকারগুলোর নেয়া প্রণোদনা কর্মসূচি। তালিকায় তেল গ্যাস কোম্পানি আছে ১১৫টি। এসব কোম্পানি বিক্রি, মুনাফা, পুঁজিবাজারের মূল্যের দিক দিয়ে শীর্ষে আছে। তবে বিক্রি বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে বীমা কম্পানিগুলোর। কোম্পানিগুলোর মোট অর্জিত মুনাফার ২০ শতাংশই ওষুধ ও জৈবপ্রযুক্তির কোম্পানিগুলোর অর্জন।

শীর্ষ ২০০০ প্রতিষ্ঠানের মধ্যে প্রথম ১০টি হলো জেপি মরগান চেইজ (যুক্তরাষ্ট্র), জেনারেল ইলেকট্রিক (যুক্তরাষ্ট্র), ব্যাংক অব আমেরিকা (যুক্তরাষ্ট্র), এক্সন মবিল (যুক্তরাষ্ট্র), আইসিবিসি (চীন), ব্যাংকো সানতান্দার (স্পেন), ওয়েলস ফার্গো (যুক্তরাষ্ট্র), এইচএসবিসি হোল্ডিংস (যুক্তরাজ্য), রয়েল ডাচ শেল (নেদারল্যান্ডস) ও ব্রিটিশ পেট্রোলিয়াম (যুক্তরাজ্য)। (সূত্র: ফোর্বস)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040