|
বাংলাদেশের আগামী ২০১০-১১ অর্থবছরের বাজেটের জন্য প্রায় সাড়ে ১৯ হাজার কোটি টাকা সমমূল্যের ২৭ কোটি ৭০ লাখ ডলার বৈদেশিক সহায়তা নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তাব চূড়ান্ত হয়েছে। চলতি ২০০৯-১০ অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে এ পরিমান আড়াই হাজার কোটি টাকা বেশি।
চলতি অর্থবছরের বাজেটে বৈদেশিক সহায়তার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল প্রায় ১৭ হাজার কোটি টাকা।
মোট যে পরিমাণ বিদেশি সহায়তা চাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এর মধ্যে বাজেট ঘাটতি পূরণের জন্য থাকবে তিন হাজার ৫০০ কোটি টাকা, আর খাদ্যসহায়তা বাবদ ৬০০ কোটি টাকা। তবে সহায়তার বেশির ভাগই অর্থাত ১৫ হাজার ৩০০ কোটি টাকা প্রকল্প সহায়তা হিসেবে পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তবে পদ্মা সেতুর জন্য বৈদেশিক সহায়তা পাওয়ার যে কথা রয়েছে, ১৯ হাজার ৫০০ কোটি টাকার মধ্যে তা ধরা হয়নি। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা আশা করছেন, যেসব প্রকল্প এখনো অনুমোদন পায়নি, সেগুলোর জন্য বরাদ্দ রাখা অর্থ পদ্মা সেতুর অনুকূলে ছাড় হতে পারে বলে। বর্তমানে এ রকম অননুমোদিত প্রকল্পে ৮৫০ কোটি টাকা জমা রয়েছে।
চলতি ২০০৯-১০ অর্থবছরের জন্য মোট ১৬ হাজার ৯৭৫ কোটি টাকার বৈদেশিক সহায়তা নির্ধারণ করা হয়। এর মধ্যে প্রকল্প সাহায্য ছিল ১২ হাজার ৮৪৫ কোটি, বাজেট সহায়তা তিন হাজার ৫০০ কোটি এবং খাদ্যসহায়তা ছিল ৬৩০ কোটি টাকা। (সূত্র: প্রথম আলো)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |