Web bengali.cri.cn   
ভারতে দরিদ্রের সংখ্যা ১০ কোটি বেড়েছে
  2010-04-29 20:39:01  cri

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখার দেশ ভারতে নতুন করে প্রায় ১০ কোটি নাগরিককে দরিদ্র হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ নিয়ে ভারতের রাষ্ট্রীয় ত্রাণ ও ভর্তুকি কার্যক্রমের আওতাভুক্ত দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়াল ৩৭ কোটি ২০ লাখ।

দেশটির পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন এ তালিকায় দরিদ্র মানুষের সংখ্যা বেশি হওয়ার মূল কারণ জনসংখ্যা বৃদ্ধি। দরিদ্র মানুষের সংখ্যা বাড়ায় ভবিষ্যতে স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য খাতে সরকারের ব্যয়ও বৃদ্ধি পাবে।

১৯৯৪ সালের আগের তালিকা অনুযায়ী, ভারতের ১১৫ কোটি মানুষের মধ্যে দরিদ্রের সংখ্যা ছিল ২৭ কোটি ৫০ লাখ।

মাথাপিছু ক্যালরি গ্রহণের পরিমাণের ভিত্তিতে এ নতুন তালিকাটি তৈরি করা হয়েছে এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন অর্থনীতি বিষয়ক নীতিনির্ধারণী কর্তৃপক্ষ সম্প্রতি এটি অনুমোদন করেছে।

তালিকার এ দরিদ্র ভারতীয়রা সরকারের খাদ্যনিরাপত্তা কর্মসূচির আওতায় ভর্তুকিতে কম দামে খাদ্যদ্রব্য পাবেন। এ সম্পর্কিত সরকারী এক খসড়া পরিকল্পনা অনুযায়ী, প্রতি মাসে প্রতিটি দরিদ্র পরিবারকে তিন রুপিতে ২৫ কিলোগ্রাম খাদ্যশস্য দেওয়া হবে। এতে প্রতিমাসে রাষ্ট্রীয় কোষাগারের শত শত কোটি ডলার ব্যয় হবে। (এএফপি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040