Web bengali.cri.cn   
পূর্ব-পশ্চিম সহযোগিতা প্ল্যাটফর্ম গড়ে তুলতে ১৪তম সম্মেলন অনুষ্ঠিত
  2010-04-22 18:17:42  cri
চীনের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সহযোগিতা ও পুঁজি বিনিয়োগ সংক্রান্ত ১৪তম সম্মেলন সম্প্রতি প্রাচীন শহর সিআনে অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনের বিষয়বস্তু হলো আঞ্চলিক সহযোগিতা, অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো এবং বিজ্ঞানসম্মত উন্নয়ন। এ সম্মেলনে চীনের পশ্চিমাঞ্চলের উন্মুক্তকরণ সার্বিকভাবে জোরদারের, অঞ্চলের সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করার, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের পারস্পরিক পরিপূরকতা বাস্তবায়নের এবং যৌথভাবে সমৃদ্ধি অর্জনের আহবান জানানো হয় ।

চলতি বছর হচ্ছে চীনের পশ্চিমাঞ্চলের উন্নয়ন কৌশল বাস্তবায়নের দশম বার্ষিকী। গত বছরের সেপ্টেম্বর মাসে চীন সরকার "আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলার মাধ্যমে পশ্চিমাঞ্চলের অর্থনীতি স্থিতিশীল উন্নয়ন বজায় রাখার প্রস্তাব" প্রকাশ করে। এ প্রস্তাবে জোর দিয়ে বলা হয়, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সহযোগিতা ও পুঁজি বিনিয়োগ সংক্রান্ত সম্মেলন পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সহযোগিতার প্ল্যাটফর্মে পরিণত হবে। এটি এবারের সম্মেলনের নতুন মিশন।

শানসি প্রদেশের উপমহাসচিব ইয়াও ছাও ইয়ং বলেন, চীনের ৩১টি প্রদেশ ও সিনচিয়াংয়ের উত্পাদন ও নির্মাণ সৈন্য দলের যৌথ উদ্যোগে আয়োজিত এবারের সম্মেলন হচ্ছে এ যাবতকালের সবচেয়ে বড় মহাসম্মিলনী। তিনি বলেন, (১)

এবার সম্মেলনে ৩ হাজার ১শ'টি স্টল রয়েছে। এসব স্টলে সরবরাহের চেয়ে চাহিদা বেশি। সম্মেলনে প্রায় ৫ হাজার ছ'শ বিদেশী ব্যবসায়ী যোগ দেন। ব্যবসায়ীদের মোট সংখ্যা এক লাখেরও বেশি। সম্মেলনে পুঁজি বিনিয়োগ সংক্রান্ত প্রকল্পের সংখ্যা ৭৭টি। এটি এক্ষেত্রে এক নতুন রেকর্ড।"

ইয়াও ছাও ইয়ং বলেন, বাণিজ্যিক আলোচনার কার্যকারিতা বাড়ানোর জন্য এবারের সম্মেলন ব্যবসায়ী সংক্রান্ত আলোচনা ব্যবস্থা আরো উন্নত করবে। তিনি বলেন, (২)

"বিভিন্ন প্রদেশের সরকারী শিল্পপ্রতিষ্ঠান অন্য প্রদেশের বিভিন্ন ধরণের কর্মসূচীতে যোগ দেয়, যাতে শিল্পপ্রতিষ্ঠানগুলো আরো বেশি প্রকল্পের মাধ্যমে জনগণের কল্যাণ সৃষ্টি করতে এবং তাদের জন্য আরো বেশি সুযোগ নিশ্চিত করতে পারে।"

২০১০ সাল সাংহাই বিশ্বমেলা শুরু হবে আগামী মাসে। সাংহাই শহরের সংশ্লিষ্ট বিভাগও পশ্চিমাঞ্চলে গিয়ে সাংহাই বিশ্বমেলার প্রচারণা চালিয়েছে। সাংহাই প্রচারণা দলের সদস্য মিস চাং বলেন, (৩)

"আমরা এবারের সম্মেলনের মাধ্যমে সাংহাই বিশ্বমেলার অবস্থা পশ্চিমাঞ্চলের জনগণের কাছে আরো বেশি করে প্রচার করব। আমরা বিশ্বমেলায় শানসিসহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন প্রদেশের শ্রেষ্ঠ সাংস্কৃতিক ঐতিহ্যও বিশ্ববাসীর কাছে প্রচার করবো।"

জানা গেছে, এবারের সম্মেলনে পশ্চিমাঞ্চল উন্নয়ন সুফল সংক্রান্ত ভবন গড়ে তোলা হয়েছে। এ ভবনে কুয়াং চোং থেকে থিয়েন শুই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত প্রধান বিষয়বস্তু প্রদর্শন করা হয়েছে। এর পাশাপাশি শানসিসহ বিভিন্ন প্রদেশের উন্নয়নের সুফল ও জ্বালানি সম্পদ উন্নয়ন পরিকল্পনা প্রচার করা হয়েছে, যাতে দেশ ও বিদেশের ব্যবসায়ীরা শানসি, কুয়াংচোং ও থিয়েন শুই অর্থনৈতিক এলাকা গড়ে তোলার ব্যাপারে আগ্রহী হয়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040