|
চলতি বছরের পেইচিং আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২৭ থেকে ৩১ মে পর্যন্ত চীনের রাজধানী পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানী, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানসহ ৩০টি দেশ ও অঞ্চলের সরকার ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশেষজ্ঞগণ মেলায় যোগ দেবেন।
এবারের মেলার প্রতিপাদ্য হলো 'স্বকীয় উদ্ভাবনের সামর্থ্য উন্নত করা, উন্নয়নের পদ্ধতি পরিবর্তনের গতি দ্রুত করা'। জানা গেছে, এ প্রতিপাদ্যের সঙ্গে সঙ্গতি রেখে চীন ও অন্যান্য দেশের দু'হাজারেরও বেশি শিল্পপ্রতিষ্ঠান স্বকীয় উদ্ভাবন এবং নিম্ন কার্বন ও সবুজ অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সর্বশেষ গবেষণার ফল ও প্রকল্প প্রদর্শন করবে।
চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন কমিটি যৌথভাবে এ মেলার আয়োজন করবে।
১৯৯৮ সাল থেকে সাফল্যের সঙ্গে ১২ বার এ মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলা চীন ও অন্যান্য দেশের নতুন উন্নত বিজ্ঞান- প্রযুক্তি প্রদর্শনের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |