|
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াও চিয়েন সম্প্রতি এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, বিশ্বায়নের পটভূমিতে চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সম্পর্ক দেখা দেয়া উচিত।
মার্কিন যুক্তরাষ্ট্রের 'চীন মুদ্রা কারসাজির দেশ' সংক্রান্ত রিপোর্ট প্রকাশ পিছিয়ে দেয়া প্রসঙ্গে ইয়াও চিয়েন বলেন, (১)
এ বিলম্বকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা মনে করি, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক বিশ্বায়নের পটভূমিতে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক। দু'পক্ষের উচিত্ বিশ্বায়নের পটভূমিতে দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সম্পর্ককে বিবেচনা করা ও গুরুত্ব দেয়া।
জানা গেছে চলতি বছরের প্রথম প্রান্তিকে চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৭৮.১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ২৫.৮ শতাংশ বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র হল চীনের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |