|
গ্রিসের অর্থনৈতিক সংকট মোকাবিলায় অবশেষে ৩০ বিলিয়ন ইউরো ঋণ দিতে রাজী হয়েছেন ইউরো অঞ্চলের নেতারা। সম্প্রতি একক মুদ্রা ইউরো অঞ্চলের ১৬ দেশের অর্থমন্ত্রীরা এক বৈঠকে বার্ষিক ৫ শতাংশ সুদে তিন বছর মেয়াদি এ ঋণ দেয়ার ব্যাপারে একমত হন।
আইএমএফ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকসহ আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোও এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে। অর্থমন্ত্রীদের বৈঠকের পর এক বিবৃতিতে গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপানদ্রো বলেছেন, "গ্রিসকে অর্থনৈতিক সহায়তা দিতে রাজী হওয়ায় সঙ্গে সঙ্গে বিশ্ববাসীর কাছে ইউরোপের একটি বার্তা পরিষ্কার হয়ে গেছে। তা হচ্ছে, এখন আর কেউ আমাদের একক মুদ্রা ইউরো নিয়ে খেলা করার সুযোগ পাবে না।"
তিনি বলেন, গ্রিসকে অর্থ সহায়তা দিতে ইউরো অঞ্চলের নেতাদের সিদ্ধান্তে এটাই প্রতীয়মান হয় যে, এ অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ইউরো অঞ্চলের দেশগুলো সংকল্পবদ্ধ। তাছাড়া এতে করে এ অঞ্চলের সার্বভৌমত্ব অক্ষুন্ন থাকল বলেও মন্তব্য করেন তিনি।
গ্রিসের অর্থমন্ত্রী জর্জ পাপাকনস্ট্যানটিনো বলেন, "আমরা বিশ্বাস করি, গ্রিসের অর্থনৈতিক সংকট নিরসনের জন্য প্রয়োজনীয় অর্থ শেষ পর্যন্ত আমরা সংগ্রহ করতে সক্ষম হব।" তবে ঋণ দিতে সম্মত হলেও ইউরো অঞ্চলের দেশগুলো গ্রিসের অর্থনৈতিক দায় মোটানোর জন্য আলাদা সহায়তার প্রতিশ্রুতির ব্যাপারে এখনো পরিষ্কারভাবে কিছু না বলায় হতাশা প্রকাশ করেছে গ্রিস সরকার।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |