|
বৈশ্বিক আর্থিক মন্দার প্রভাব কাটিয়ে উঠতে গত ১৮ মাসে উন্নয়নশীল দেশগুলোকে রেকর্ড ১০০ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি সংস্থাটি জানায়, ২০০৮ সালের জুলাই মাস থেকে সদস্য রাষ্ট্রগুলোর অনুরোধের ভিত্তিতে তারা ওই পরিমাণ অর্থ ঋণ দিয়েছে। এর মধ্যে মধ্যম আয়ের উন্নয়নশীল দেশগুলো পেয়েছে ৬০ দশমিক ৩ বিলিয়ন ডলার। মন্দার আগে ওই দেশগুলো বছরে গড়ে ১৫ বিলিয়ন ডলার পেয়েছিল।
উল্লেখিত ১৮ মাসে বিশ্বের দরিদ্র দেশগুলোকে ২১ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। অথচ মন্দার আগের বছরও তাদেরকে ঋণ দিয়েছিল ১২ বিলিয়ন ডলার। বিশ্বব্যাংকের পরিচালক কাইল পিটার্স অবশ্য মন্দার কারণে এ বিপুল ঋণচাহিদাকে স্বাভাবিক হিসেবেই মনে করছেন।
বিশ্বমন্দায় অনেক দেশের সরকারই আয় অনুপাতে ব্যয় কমানোর জন্য সামাজিক খাতের বাজেট কমানোর ঝুঁকি নিতে চায়নি। সে কারণে তাদেরকে বিশ্বব্যাংকের ঋণের ওপর নির্ভর করতে হয়েছে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |