Web bengali.cri.cn   
ঋণ ফেরত দেয়ার সক্ষমতার স্বীকৃত পেল বাংলাদেশ
  2010-04-16 20:03:36  cri

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডি'স ইনভেস্টরস সার্ভিস এবার বাংলাদেশের সার্বভৌম ঋণমান প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশকে 'বিএ৩' মান দিয়েছে, যার অর্থ হলো দীর্ঘ মেয়াদে বাংলাদেশের আর্থিক ও লেনদেনের ভারসাম্য ভাল পর্যায়ে রয়েছে এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার সম্ভাবনাও ভবিষ্যতে বজায় থাকবে। সেকারণে ঋণ ফেরত দেওয়ার সক্ষমতায় দেশটির বড় ধরনের ঘাটতি নেই।

মুডি'স বাংলাদেশের যে ঋণমান নির্ণয় করেছে, তা সম্প্রতি সংস্থার সিঙ্গাপুর কার্যালয় থেকে প্রকাশ করা হয়। এতে দেখা যায়, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের পেছনে তবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে।

ভিয়েতনাম রয়েছে বাংলাদেশের একই শ্রেণীতে। ইন্দোনেশিয়া অবশ্য বাংলাদেশের চেয়ে সামান্য এগিয়ে (বিএ২) আছে। থাইল্যান্ড আছে এক ধাপ ওপরে (বিএএ১)। এর আগে গত সপ্তাহে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস বাংলাদেশের ঋণমানের ওপর তাদের প্রতিবেদন প্রকাশ করে। তাতে বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে 'বিবি-' ঋণমান প্রদান করা হয়।

সার্বভৌম ঋণমান হলো একটি বিশেষ ধরনের সূচক। এই সূচক এটাই বোঝায় যে, কোনো দেশ বন্ড ছেড়ে বিশ্ববাজার থেকে ঋণ গ্রহণ করলে নির্ধারিত মেয়াদকালের মধ্যে তা ফেরত দিতে কতটা সক্ষম। তবে এই ঋণমান নির্ণয়কারীরা সুনির্দিষ্টভাবে কোনো বন্ড ক্রয় করতে বা বন্ডে বিনিয়োগ করতে এবং ঋণগ্রহীতা যে কখনো খেলাপি হবে না তার কোনো নিশ্চয়তা দেয় না।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040