চীনে ৪০টিরও বেশি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইওরা সম্প্রতি হাইনান প্রদেশের বোআওয়ে বলেছেন, চীনের সবুজ অর্থনীতির ফলে বহুজাতিক কোম্পানিগুলো এখানে তাদের কৌশলগত অবস্থান পরিবর্তন করছে। তারা চীনের সবুজ অর্থনীতির ভবিষ্যত সম্ভাবনার ব্যাপারে আস্থাবান। তারা চীনের সবুজ শিল্পে অর্থযোগান দিচ্ছে।
মাইক্রোসফ্টের আন্তর্জাতিক ভাইস-চেয়ারম্যান ও চীনে গবেষণা ও উন্নয়ন গ্রুপের চেয়ারম্যান জাং ইয়া ছিন সম্প্রতি বোআও এশিয়া ফোরামের ২০১০ সালের বার্ষিক সম্মেলনে বলেন, বর্তমানে চীন বহুজাতিক কোম্পানির কৌশলগত উন্নয়ন কেন্দ্রে পরিণত হয়েছে। মাইক্রোসফ্ট চীনে উন্নয়নের কৌশল পরিবর্তন করবে। চিকিত্সা, স্বাস্থ্য, শিক্ষা ও নিম্ন-কার্বন প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে আরো বেশি অর্থ দেবে।