ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্স লোক রাসমুসেন সম্প্রতি পেইচিংয়ে বলেছেন, সবুজ অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায় তার দেশ, যাতে আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ আরো ভালভাবে মোকাবিলা করা এবং সুযোগ-সুবিধা কাজে লাগানো যায়।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন বিশ্বকে তাক লাগানো সাফল্য অর্জন করেছে। আন্তর্জাতিক মঞ্চে চীন আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদিও অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের মধ্যে ব্যবধান রয়েছে, তবুও সহযোগিতা জোরদার করা উভয় পক্ষের জন্যেই কল্যাণকর হবে।