|
ওয়াশিংটন সফরকালে ২৯ মার্চ তিনি বলেন, প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে এশিয়ার আর্থিক সংকট কেটে যেতে থাকলেও এ অঞ্চলের ৫ কোটি ৭০ লাখ মানুষ দারিদ্র্যের দুষ্টচক্রে বাঁধা পড়ে থাকবে।
তিনি বলেন, "আমি মনে করি আমরা বৈশ্বিক সংকটের প্রভাব কাটিয়ে উঠছি। তবে এ সংকটের সামাজিক প্রতিক্রিয়া অত্যন্ত মারাত্মক। আমার মনে হয়, এ সংকট কয়েকটি গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার সাধনে এশিয়ার প্রতি একটি সতর্কবার্তা।"
রজত নাগ বলেন, এশিয়ার দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের রপ্তানি বাজারের ওপর নির্ভরশীলতা কমানো। দেশগুলোর উচিত অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর উপায় খুঁজে বের করা।
তিনি বলেন, বলিষ্ঠ প্রবৃদ্ধি অর্জনে চীন ও ভারত এশিয়াকে নেতৃত্ব দিতে পারে।
ইলেকট্রনিক মানি ট্রান্সফার চালু হচ্ছে বাংলাদেশে
আগামী ১৮ এপ্রিল ইলেকট্রনিক মানি ট্রান্সফার সেবা চালু হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক'র সহায়তায় ডাক বিভাগ এ সেবা চালু করছে। এ সেবার সাহায্যে দেশের ভেতরে অর্থ প্রেরণ ও গ্রহনের পাশাপাশি ব্যাংকের মাধ্যমে সংগৃহীত প্রবাসীদের রেমিটেন্স প্রাপকের কাছে পৌঁছে দেয়া হবে।
বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করে পোস্ট অফিসের ১ হাজার ৬শ' শাখা থেকে এ সেবা দেয়া হবে । ফলে আগে যেখানে কোনো মানি অর্ডার পৌঁছতে ৫ থেকে ৭ দিন লেগে যেত, সেখানে এখন মাত্র ৫ থেকে ৭ মিনিটের মধ্যে দেশের যে কোনো প্রান্তের গ্রাহক টাকা বুঝে পাবেন। তবে বিদেশ থেকে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে ব্যাংকের মাধ্যম হয়ে গ্রাহক পর্যন্ত অর্থ পৌঁছতে কিছু বেশি সময় লাগবে।
মোবাইল মানি অর্ডার ও ইলেকট্রনিক মানি ট্রান্সফারের জন্য পোস্ট অফিসের যে ১ হাজার ৬শ' শাখা বাছাই করা হয়েছে, তার মধ্যে প্রথম দফায় ৬শ'টি থেকে এ সেবা দেয়া হবে। জুনের মধ্যে বাকি ১ হাজার পোস্ট অফিসও এর আওতাভুক্ত হবে।
এর আগে বাংলালিংক এবং ডাক বিভাগের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়।
এবার বিশ্ব বাণিজ্যের প্রবৃদ্ধি হবে ৯.৫ শতাংশ
গত ৭৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় সংকটে পড়ার পর বিশ্ব বাণিজ্যে আবার গতি ফিরে আসতে শুরু করেছে।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছেন, চলতি বছর বিশ্ব বাণিজ্য আবার ঘুরে দাঁড়াবে এবং শতকরা ৯.৫ ভাগ প্রবৃদ্ধি অর্জন করবে। বৈশ্বিক আর্থিক সংকটের প্রভাবে ২০০৯ সালে বিশ্বজুড়ে পণ্য বাণিজ্য আগের বছরের তুলনায় শতকরা ১২ ভাগ কমে গিয়েছিল।
ডাব্লিউটিও'র মহাপরিচালক প্যাসকেল লেমি বলেছেন, 'আমরা সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাচ্ছি।'
ডব্লিউটিও মনে করছে, এবার উন্নত দেশগুলোর রপ্তানি বাড়বে ৭.৫ শতাংশ আর বাকি দেশগুলোর গড়ে ১১ শতাংশ হারে।
সংস্থাটি মনে করছে, বিশ্বের অনেক দেশই বর্তমানে তাদের পূর্ণ উত্পাদন ক্ষমতা কাজে লাগাতে পারছে না। অন্যদিকে বিভিন্ন দেশে বেকারত্ব চলতি বছরও প্রকট থাকবে বলে সংস্থাটির ধারণা । এ দুইয়ের প্রভাবে বিশ্ব বাণিজ্য বড় ধরনের গতি পাবে না।
সংস্থার পরিসংখ্যানে দেখা যায়, গত বছর বিশ্বের সার্বিক পণ্য রপ্তানির পরিমাণ ছিল ১২ হাজার ১৫০ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে বাণিজ্যিক সেবা রপ্তানির পরিমাণ ছিল তিন লাখ ৩১ হাজার ডলার। - সূত্র প্রথম আলো
৩ মাসে আমেরিকার ৪১ ব্যাংক বন্ধ হয়ে গেছে
মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রথম দু'মাস ২৬ দিনে ৪১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এর মধ্যে চলতি মার্চ মাসেই বন্ধ হয়েছে ১৯টি।
ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ২৬ মার্চ কর্তৃপক্ষ চারটি ব্যাংক বন্ধ করে দেয়। এগুলো হলো ম্যাকলনটশ কমার্শিয়াল ব্যাংক, ইউনিটি ন্যাশনাল ব্যাংক, ডেজার্ট হিলস ব্যাংক ও কি ওয়েস্ট ব্যাংক।
মন্দাবস্থা থেকে মার্কিন অর্থনীতির পুনরুদ্ধার শুরু হলেও দেশটিতে বেকারত্ব বেড়ে যাওয়ায় ছোট ও মাঝারি আকারের ব্যাংকগুলো এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৯ শতাংশ। আর সেকারণে অনেকে ঋণ পরিশোধ করতে পারছে না। এর ফলে ব্যাংকগুলো লোকসান দিয়ে একপর্যায়ে দেউলিয়া হয়ে পড়ছে।
২০০৮ সালের সেপ্টেম্বর মাসে লেহম্যান ব্রাদার্সের পতনের মধ্য দিয়ে আর্থিক সংকটের ভয়াবহতার প্রকাশ পায়। এরপর থেকে এ পর্যন্ত ১৯৫টি ব্যাংকে বন্ধ হয়েছে দেশটিতে। - সূত্র প্রথম আলো
পেরুর কফি রপ্তানি বাড়বে এবার
পেরুর প্রধান রপ্তানি পণ্য কফি থেকে এবছর আয় গত বছরের তুলনায় শতকরা ১২ ভাগ বেড়ে গিয়ে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে বলে আশা করছে সেদেশের সরকার। গত বছর কফি রপ্তানি থেকে পেরুর আয় ছিল ৫৮০ মিলিয়ন ডলার।
পেরুর কৃষিমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের পর থেকে এ পর্যন্ত দেশটির কফি উত্পাদন প্রায় দ্বিগুণ হয়েছে। মন্ত্রণালয় আশা করছে এ বছর উত্পাদন গত বছরের ৪.৮ মিলিয়ন ব্যাগ থেকে বেড়ে ৫ মিলিয়ন ব্যাগে পৌঁছবে।
পেরুর জাতীয় কফি বোর্ড জানিয়েছে, তাদের কফির উন্নত স্বাদ ও গন্ধের কারণে স্টারবাকস কর্পোরেশনসহ অন্য ক্রেতারা তাদের আমদানি বাড়িয়েছে। রপ্তানিকারিরা মনে করেন, পেরুর অনন্য আবহাওয়া ও উন্নত ব্যবস্থাপনাই কফির মানোন্নয়ন ও রপ্তানি বৃদ্ধির মূল কারণ।
কফি বোর্ডের সভাপতি সিজার রিভাস পেনা আশা করেন, কোন ধরনের জলবায়ুগত সমস্যা কিংবা নতুন কোন অর্থনৈতিক সংকট দেখা না দিলে পেরুর কফি রপ্তানি বাড়তে থাকবে। পেরু হলো বিশ্বের সবচেয়ে বড় জৈব কফি উত্পাদনকারি দেশ।
জার্মানী, মার্কিন যুক্তরাষ্ট্র, কলোম্বিয়া ও বেলজিয়ামসহ প্রায় ৪৫টি দেশ পেরুর কফি আমদানি করে। এশিয়ায় পেরুর সবচেয়ে বড় কফি আমদানিকারি দেশ হলো জাপান।
বিশ্বের প্রধান কফি রপ্তানিকারি দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, মেক্সিকো, ভারত, পেরু, গুয়েতেমালা ও হন্ডুরাস। - - সূত্র সিনহুয়া
বাংলাদেশে সরকারি শ্রমিকদের চাকরির বয়স ৩ বছর বাড়ছে
বাংলাদেশে সরকারি কলকারখানা ও বন্দর শ্রমিকদের চাকরির বয়সসীমা তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
২৯ মার্চ মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বাংলাদেশ শ্রম আইন (সংশোধনী) ২০১০ অনুমোদন করা হয়। এই আইন বলবত্ হলে সরকারি শ্রমিকেরা ৫৭ বছরের পরিবর্তে ৬০ বছর বয়সে চাকরি থেকে অবসরে যাবেন। এর আগে শুধু করপোরেশন এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকেরা ৬০ বছর বয়সে অবসরে যেতেন।
বাংলাদেশে বর্তমানে চালু শ্রম আইন ২০০৬ দ্বারা দেশের সব শ্রমিকের নিয়োগ, পদোন্নতি ও অবসর নিয়ন্ত্রিত হয়। এই আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকের বয়স ৫৭ বছর হলে তাকে স্বাভাবিক অবসরে যেতে হয়। অন্যদিকে 'দি পাবলিক করপোরেশন, ১৯৮৬ অনুযায়ী শিল্প, বস্ত্র, পাট, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের অবসরের বয়সসীমা হচ্ছে ৬০ বছর।
ফলে এই বৈষম্য দূর করতেই সব সরকারি শ্রমিকের অবসরের বয়সসীমা ৬০ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |