|
চীনের পণ্য আমদানি ও রপ্তানি বিনিময় মেলা কুয়াং চৌ বিনিময় মেলা বলে। এ মেলা ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর বসন্তকাল ও শরত্কালে কুয়াং চৌয়ে অনুষ্ঠিত হয়। এ মেলা হচ্ছে বর্তমানে চীনের দীর্ঘ ইতিহাস ও বৃহত্তম আয়তন রওয়ার সার্বিক আন্তর্জাতিক বাণিজ্যিক মেলা।
বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে চীনের আমদানি ও রপ্তানির বাণিজ্যের পরিমাণ ৩৮৬.৪ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় তা ৪০ শতাংশ বেশি। ইতোমধ্যেই রপ্তানির পরিস্থিতি ক্রমে ক্রমে উন্নত হচ্ছে। জানুয়ারি মাসে রপ্তানির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় তা ২১ শতাংশ বৃদ্ধি হয়েছে। ফেব্রুয়ারি মাসে তা ৩১ শতাংশ বেড়েছে। রপ্তানির পরিস্থিতি ভালো দিকে উন্নয়নের অবস্থায় শিল্পপ্রতিষ্ঠান মেলায় যোগ দেয়ার হিড়িক পড়েছে। সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে কুয়াং চৌ বিনিময় মেলার মুখপাত্র ছেন ছাও রেন বলেছেন, জানুয়ারি মাস পর্যন্ত ১০৭তম কুয়াং চৌ বিনিময় মেলায় যোগ দেয়ার শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ১১৫ হাজার। তিনি বলেছেন, (১)
এবার বিনিময় মেলার স্টরের সংখ্যা সম্প্রসারিত হয়েছে। স্টর সরবরাহের চেয়ে চাহিদা বেশি পরিস্থিতি সম্পর্কে চীনের বৈদেশিক বাণিজ্য কেন্দ্র দুই কোটি ইউয়ান দিয়ে প্রদর্শনের ভবন নতুন করেছে। এর ফলে এক হাজারটি নতুন স্টর সম্প্রসারিত হয়েছে। বর্তমানে এবারের মেলার স্টরের সংখ্যা ৫৬ হাজার ছিল। প্রদর্শনের আয়তন ১১ লাখ ২০ হাজার বর্গমিটার।
ছেন ছাও রেন আরো বলেছেন, বিশ্বের অর্থনীতি ধাপে ধাপে পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে বিদেশী ব্যবসায়ী চীনের পণ্য কেনার ইচ্ছাও বেড়েছে। তিনি বলেছেন, এবার কুয়াং চৌ বিনিময় মেলা ২৮টি গুরুত্বপূর্ণ দেশ ও নতুন বাজারে গিয়ে প্রচারের কর্মসূচী সংগঠন করেছে। বিদেশের ব্যবসায়ী চীনের পণ্যের মান ও মেলায় যোগ দেয়ার কার্য বিবরণীসহ বিভিন্ন বিষয় নিয়ে সুনির্দিষ্ট পরামর্শ করেছেন। ছেন ছাও রেন এবারের প্রচারের কর্মসূচীতে অর্জনের ফল সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, (২)
এবারের মেলা প্রচারের জন্য আমি মধ্যপ্রাচ্যের সাতটি দেশ গিয়েছিলাম। বিভিন্ন দেশের শিল্প ও বাণিজ্য শিল্পপ্রতিষ্ঠান এবারের মেলাকে খুব আগ্রহী। আমি ব্রিটেনে অনুষ্ঠিত প্রচারের সম্মেলনে যোগ দেয়ার ২৫০টি শিল্পপ্রতিষ্ঠান সব খুব বিখ্যাত। আগের প্রচারের সম্মেলনে এ পরিস্থিতি নেই। ১০৭তম কুয়াংচৌ বিনিময় মেলায় যোগ দেয়ার ব্যবসায়ী গত বারের চেয়ে ভালো হবে।
মেলায় যোগ দেয়ার ব্যবসায়ীর সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে চলতি বছরের কুয়াংচৌ বিনিময় মেলা অনুষ্ঠানের কালে কুয়াংচৌয়ের হোটেল অর্ডারের হার খুব উঁচু। কুয়াংচৌয়ের বিচৌ হোটেল হচ্ছে একটি বিখ্যাত হোটেল। কুয়াংচৌ বিনিময় মেলা প্রদর্শনের কেন্দ্র পৌঁছা চাইলে টেক্সির মাধ্যমে শুধু দুই মিনিট দরকার। এ হোটেলের বাণিজ্য বিভাগের পরিচালক হান হোং আমাদের সংবাদদাতাকে বলেছেন, যদিও চলতি বছরের কুয়াংচৌ বিনিময় মেলা অনুষ্ঠানের কালে অর্ডারের হার গত বছরের চেয়ে ভালো ছিল। তবে হোটেলের দাম আগের চেয়ে একই। তিনি বলেছেন, (৩)
এ পর্যন্ত আমাদের হোটেল কুয়াংচৌ বিনিময় মেলায় যোগ দেয়ার ব্যবসায়ী অর্ডারের পরিস্থিতি ভাল। আমরা মনে করি, মার্চ মাস শেষে অর্ডারের পরিমাণ একটি ব্যস্ততার সময় হবে।
বিশ্লেষকগণ মনে করেন, চলতি বছরের অর্থনীতি যদিও পুনরুদ্ধার শুরু হয়েছে, প্রদর্শনের আয়তন ও ব্যবসায়ীর সংখ্যা বেড়েছে। তবে কুয়াংচৌ বিনিময় মেলা অনুষ্ঠানের কালে হোটেলের দাম উন্নত হবে না।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |