Web bengali.cri.cn   
ফ্রান্সের পর্যটন শিল্প সাংহাই বিশ্বমেলার ব্যাপারে আগ্রহী
  2010-03-31 20:55:07  cri

২০১০ সালের প্যারিস বিশ্ব পর্যটন মেলা সম্প্রতি ফ্রান্সের প্যারিস শহরের ভার্সেইলেস প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সাংহাই বিশ্বমেলার পর্যটন প্রচারণা ফ্রান্সের পর্যটন শিল্পের বেশির ভাগ কর্মীর দৃষ্টি আকর্ষণ করেছে। তারা মনে করেন, সাংহাই বিশ্বমেলা ব্যাপক ব্যবসায়ের সুযোগ এনে দেবে।

ফ্রান্সের স্থানীয় পর্যটন শিল্পের একজন কর্মী মনে করেন, সাংহাই বিশ্বমেলা আরো বেশি ফরাসী পর্যটককে চীনে ভ্রমণে আগ্রহী করতে পারে। বর্তমানে সাংহাই বিশ্বমেলা সংশ্লিষ্ট পণ্যের অর্ডার পরিস্থিতি খুব ভালো।

**রেন মিন পি'র বিনিময় হার নিয়ে চীনের ওপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন হুং পিং ফান

জাতিসংঘের বিশ্ব অর্থনৈতিক তত্ত্বাবধান বিভাগের মহাপরিচালক হুং পিং ফান সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেছেন, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি উন্নত দেশের বাণিজ্য ঘাটতি এবং উচ্চ হারের কর্মচ্যুতির সঙ্গে রেন মিন পি'র বিনিময় হার সম্পর্কিত এ বক্তব্য সঠিক নয়।

তিনি বলেন, শুধু রেন মিন পি'র মূল্য বৃদ্ধির ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান সমস্যার সমাধান করা যাবে না। বাণিজ্যিক ভারসাম্যহীনতার সমস্যা বহুপাক্ষিক নীতি সহযোগিতার মাধ্যমে সমাধান করা সম্ভব, শুধু বিনিময় হার সমন্বয় এবং একতরফা বাণিজ্য সংরক্ষণবাদের ওপর নির্ভর করে নয়।

** বাণিজ্যিক সংরক্ষণবাদের বিরোধিতার জন্য চীনা প্রতিনিধির আহ্বান

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি লি পাও বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার ত্বরান্বিত করার জন্য সম্মিলিতভাবে নানা ধরণের বাণিজ্যিক সংরক্ষণবাদের বিরোধিতা করতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন, ।

১৮ মার্চ অর্থনীতি ও সমাজ বিষয়ক জাতিসংঘ পরিষদ, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষ সভায় লি পাও তোং বলেন, বাণিজ্য হচ্ছে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার ত্বরান্বিত করার গুরুত্বপূর্ণ নিয়ামক। অর্থনৈতিক সংকটের পর আন্তর্জাতিক বাণিজ্যের পরিমান গুরুতরভাবে নিম্নমুখী হচ্ছে এবং বাণিজ্যিক সংরক্ষণবাদও স্পষ্টভাবে বাড়ছে। ফলে উন্নয়নশীল দেশগুলো হচ্ছে বাণিজ্যিক সংরক্ষণবাদের বৃহত্তম শিকার।

তিনি আরো বলেন, চীন বিশ্বের বাণিজ্যিক অবাধকরণ সমর্থন করে এবং নানা ধরণের বাণিজ্যিক সংরক্ষণবাদের বিরোধিতা করে। তিনি বলেন, ২০১০ সালের মধ্যে সাফল্যের সঙ্গে দোহা আলোচনা শেষ করা উচিত্।

চীনে স্বর্ণের চাহিদা আগামী ১০ বছরে দ্বিগুণ হবে : বিশ্ব স্বর্ণ পরিষদ

চীনে স্বর্ণের চাহিদা আগামী ১০ বছরে দ্বিগুণ হবে বলে জানিয়েছে বিশ্ব স্বর্ণ পরিষদ।

গত ২৯ মার্চ পেইচিংয়ে প্রকাশিত "বাঘবর্ষে স্বর্ণ" শিরোনামের এক প্রতিবেদনে লন্ডন-ভিত্তিক এ সংস্থা বলেছে, গত ৫ বছরে চীনে স্বর্ণের চাহিদা বেড়েছে গড়ে শতকরা ১৩ ভাগ হারে।

চীনের ওপর স্বর্ণ পরিষদের এটাই ছিল এযাবতকালের প্রথম প্রতিবেদন। এটি পেইচিং, লন্ডন ও নিউ ইয়র্ক থেকে একযোগে প্রকাশিত হয়।

পরিষদের হিসেবে চীন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ ব্যবহারকারী দেশ এবং ২০০৭ সাল থেকে সর্ববৃহৎ স্বর্ণ উত্পাদনকারী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে।

গত বছর চীনে স্বর্ণের চাহিদা ছিল ১৪ বিলিয়ন ডলার মূল্যের, যা সারা বিশ্বের মোট চাহিদার ১১ শতাংশ। আগামী দশকের মধ্যেই চীনের স্বর্ণের ব্যবহার বর্তমানের তুলনায় দ্বিগুণ হবে বলে ধারণা পরিষদের। পরিষদ মনে করছে, দাম বাড়া স্বত্বেও দীর্ঘ মেয়াদে চীনে স্বর্ণের চাহিদা বাড়তে থাকবে।

অতীতে দেশীয় উত্পাদন থেকেই চীনের স্বর্ণের চাহিদা মিটতো। কিন্তু ১৯৯২ সাল থেকে চাহিদা দেশীয় উত্পাদনকে ছাড়িয়ে গেছে। (সূত্র সিনহুয়া)

*** সুষ্ঠু আর্থ-বাণিজ্যিক সম্পর্ককে স্থিতিশীল উন্নয়নের ভিত্তি বলে মনে করে চীন ও যুক্তরাষ্ট্র

সম্প্রতি চীনের বাণিজ্য উপমন্ত্রী জোং শান চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ভারসাম্য, বাণিজ্যিক দ্বন্দ্ব ও বাণিজ্য সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করেছেন। দু'পক্ষ মনে করে, সুষ্ঠু আর্থ-বাণিজ্যিক সম্পর্ক হচ্ছে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি।

**চীন ও জাপানের অর্থমন্ত্রীদের তৃতীয় বৈঠক ৩ এপ্রিল পেইচিংয়ে অনুষ্ঠিত হবে

সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, চীনের ও জাপানের অর্থ মন্ত্রণালয় ৩ এপ্রিল পেইচিংয়ে অর্থমন্ত্রীদের তৃতীয় বৈঠকের আয়োজন করবে।

তিনি বলেন, তখন দু' অর্থমন্ত্রী বিশ্ব ও আঞ্চলিক অর্থনীতি , চীন ও জাপানের অর্থনীতি ও নতুন উন্নয়নের কৌশল, দু'দেশের অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা জোরদারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040