|
দেশটির আর্থক কর্মকান্ড নিয়ন্ত্রক সংস্থা ফিনান্সিয়াল সার্ভিসেস কমিশন ২৩ মার্চ জানিয়েছে, দেশটির মন্ত্রিসভা এদিন একটি নতুন আইন পাস করেছে, যার আওতায় ১ কোটি ওউন বা ৮ হাজার ৮ শ' মার্কিন ডলারের প্রাতিষ্ঠানিক লেনদেনের ক্ষেত্রে কমিশনকে জানাতে হবে আর্থিক প্রতিষ্ঠানগুলোর। এছাড়া ৫ হাজার ডলারের নগদ লেনদেনের ক্ষেত্রেও কমিশনকে জানানোর বাধ্যবাধকতা আরোপ করেছে এ আইন।
এ আইনের আগে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ২ কোটি ওউন বা ১৭ হাজার ৬ শ' ডলার এবং নগদ ক্ষেত্রে ১০ হাজার ডলারেরর লেনদেন সম্পর্কে কমিশনকে জানাতে হতো।
প্রেসিডেন্ট লি মিয়ুং-বাক আইনটিতে অনুমোদন দিলে এবছর জুলাই থেকে এটি কার্যকর হবে।
কমিশন জানিয়েছে, নতুন এ আইন প্রণয়নের উদ্দেশ্য হলো জালিয়াতিসহ আর্থিক অপরাধ নিয়ন্ত্রণ করা এবং এ সম্পর্কিত আইন আন্তর্জাতিক মানসম্পন্ন করা।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |