Web bengali.cri.cn   
বছরগুলোতে জুযৌ শহরে বিনিয়োগ করতে আসা তাইওয়ানের অর্থায়নে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে
  2010-03-25 15:46:13  cri

 

জেচিয়াং প্রদেশের জুযৌ শহর হচ্ছে চীনের মূলভূভাগের ঐতিহ্যবাহী কৃষি প্রধান বড় শহর। এ শহরের সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ ও সুষ্ঠু বিনিয়োগ পরিবেশের জন্য বিশ্বের বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা এখানে পুঁজিবিনিয়োগ করতে আগ্রহী। এ ক্ষেত্রে তাইওয়ান দ্বীপের ব্যবসায়ীরাও ব্যতিক্রম নয়। সাম্প্রতিক বছরগুলোতে জুযৌ শহরে বিনিয়োগ করতে আসা তাইওয়ানের অর্থায়নে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

১৯৯৩ সালে তাইওয়ানের আর্থায়নে প্রথমটি শিল্প প্রতিষ্ঠান---জেচিয়াং চিয়াংসেন হোসিন কৃষি ও পশু লিমিটিট কোম্পানি জুযৌতে প্রতিষ্ঠিত হয়। তখন থেকে আরও বেশী তাইওয়ানের অর্থায়নে শিল্প প্রতিষ্ঠান জুযৌতে পুঁজি বিনিয়োগ করতে এসেছে। ২০০৮ সাল পযর্ন্ত জুযৌতে তাইওয়ানের অথার্য়নে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা দশটিও বেশী হয়েছে। শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগ আকারও অধিক থেকে অধিকতর বড় হয়ে গেছে। প্রথম শুরুতে মাত্র কয়েক লাখ রেন মিন পির বিনিয়োগ ছিল। এখন বিনিয়োগের পরিমাণ এক শো কোটিরও বেশী হয়েছে। জেচিয়াং বাওডাও কৃষি বহুমুখী উন্নয়ন লিমিটিট কোম্পানি এদের মধ্যে একটি।

২০০৬ সালের ডিসেম্বর মাসে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়। আট জন তাইওয়ানের ব্যবসায়ীর আর্থায়নে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়। তিন বছরের প্রচেষ্টায় , বতর্মানে উত্পাদিত পুণ্যদ্রব্য ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিক্রি করা হয়। জুযৌ শহরের কৃষি ব্যুরোর উপ পরিচালক শিয়ু ডেন ফু সাংবাদিকদের বলেন, এই লিমিটিট কোম্পানির উন্নতি খুব দ্রুত। তিনি বলেন,

বতর্মানে এই কোম্পানির ব্যবস্থাপনা মোটামুটি উন্নত মানের। এই কোম্পানির উত্পাদিত বাইহোহুওয়া চীনের মূলভুভাগে সমাদৃত হয়। সুতরাং আমরা উপলব্ধি করেছি, সহযোগিতার মাধ্যমে উভয় পক্ষের কল্যাণ হয়েছে।

জুযৌ শহরে চার ঋতুতে পর্যাপ্ত সূর্যের আলো ও বৃষ্টিপাত রয়েছে। তাইওয়ানের ব্যবসায়ীরা এখানকার প্রাকৃতিক পরিবেশ খুব পছন্দ করেন। তারা এখানে পুঁজি বিনিয়োগ করতে ইচ্ছুক। গত বছরের শেষ দিকে জুযৌ শহরে গ্রামবাসী পরিবার নামক দুষনমুক্ত বিনোদন কৃষি উদ্যান নির্মানে মোট ৫ কোটি ইয়ান রেন মিন পি বরাদ্দ করা হয়েছে। এই কোম্পানির চেয়ারম্যান বাই গুয়ে চিন সাংবাদিকদের বলেছেন, ২০০৭ সালে যখন তিনি চীনের মূলভূগাগ পুঁজি বিনিয়োগের পরিবেশ পরিদর্শন করলাম তখন এখানকার প্রাকৃতিক পরিবেশ আমার পছন্দ হয়েছিল। তিনি আবেগের সঙ্গে বললেন, এখানের পরিবেশ খুব ভাল। এখানে পর্যাপ্ত শ্রমশক্তির সম্পদ আছে। জুযৌ শহর পূর্ব চীনে অবস্থিত। এখানে অর্থনীতি উন্নত। তা ছাড়া , এখানে জমি অত্যন্ত উবর্র । এখানে এই উদ্যান নির্মান করা আমাদের পক্ষে খুব উপযোগী।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040